ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুক্রবার করোনা রিপোর্ট হাতে পাওয়ার পরপরই সাকিব আল হাসান পৌঁছান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। আর শনিবার সকাল থেকে চেনা পরিবেশে ফেরার প্রস্তুতি সেখানেই শুরু করেছেন। প্রথম দিন এ বাঁহাতি ফিটনেস নিয়ে কাজ করেছেন।
শনিবার সকাল সাড়ে সাতটায় শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে অনুশীলন করেন সাকিব। রানিং দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। প্রাথমিকভাবে এক সপ্তাহের অনুশীলন পরিকল্পনা তৈরির ভার সাকিব ছেড়ে দিয়েছেন সালাউদ্দিনের কাঁধেই।
এরআগে আবাসিক ক্যাম্প করার জন্য শুক্রবার বিকেএসপির ভিআইপি রেস্ট হাউস মধুমতিতে ওঠেন। নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবকাঠামো ব্যবহার করার সুযোগ নেই। এজন্য সাকিব অনুশীলন করতে বেছে নিয়েছেন বিকেএসপিকে। সেখানেই নিজেকে ফিরে পাওয়ার লড়াইটা চালিয়ে যাবেন বেশ কয়েকদিন।
সব ঠিক থাকলে-সাকিবের প্রস্তুতি পর্ব শুরু হবে ফিটনেস ট্রেনিংয়ে। তার সাবেক প্রতিষ্ঠান বিকেএসপির কোচরা সহায়তা করবেন। প্রতিষ্ঠানটির অ্যাথলেটিকস ট্র্যাক, সুইমিং পুলছাড়াও সব কিছু ব্যবহার করবেন তিনি। স্কিল ট্রেনিংয়ে সাকিবকে সহায়তা করছেন দুই কোচ তার গুরু- নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। নাজমুল আবেদীন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা। এছাড়া সাকিবের ‘মেন্টর’ সালাউদ্দিনও রয়েছেন বিকেএসপি ক্যাম্পাসে। তারা পরামর্শ দেবেন সাকিবকে।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মঞ্চ তৈরি করতে সাকিব গত বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। সব কিছু ঠিক থাকলে দুই মাস পর টাইগার অলরাউন্ডার খেলতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেট। তার আগে আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন এ তারকা ক্রিকেটার।
শ্রীলঙ্কায় টাইগারদের প্রথম টেস্ট শুরু ২৩ অক্টোবর। ক্যান্ডিতেই সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৩১ অক্টোবর। এখানেই সাকিবকে খেলানোর পরিকল্পনা রয়েছে বিসিবির।
Discussion about this post