ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার টুর্নামেন্টে ঠিক চেনা যাচ্ছে না সাকিব আল হাসানকে। ব্যাট হাতে একের পর এক ব্যর্থ। সেই পুরনো অলরাউন্ডারের দেখা মিলছে না। জয়ের নায়কও হতে পারছেন না তিনি। তবে স্বস্তি এটাই দল পেয়েছে দারুণ জয়।
সাকিবকে ছাপিয়ে শুক্রবার দিনের প্রথম ম্যাচে আলোচনায় জাকির হাসান। প্রথমবারের মতো খেলতে নেমে চমক দেখালেন তিনি। এই ব্যাটসম্যানের ফিফটিতে ফরচুন বরিশালকে বড় লক্ষ্য দিয়ে অনায়াসে জয় তুলে নেয় জেমকন খুলনা।
ছুটির দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৪৮ রানে জিতেছে খুলনা। এই জয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের দুই নম্বরে উঠে এসেছে দলটি।
ম্যাচে জাকিরের হাফসেঞ্চুরিকে ৬ উইকেটে ১৭৩ রান তুলে খুলনা। এরপর এক বল বাকি থাকতে ১২৫ রানে অলআউট বরিশাল। হতাশা নিয়েই মাঠ ছাড়ে তামিম ইকবালের দল।
এ অবস্থায় টানা চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে গাজী গ্রুপ চট্টগ্রাম আছে শীর্ষে। পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। অন্য প্রান্তে চতুর্থ হারের চাপে তামিম ইকবালের বরিশাল।
ম্যাচে ৪২ বলে জাকির করেন ৬৩ রান। এরমধ্যে বাউন্ডারি ১০টি। আর সাকিব ১০ বলে দুটি চারে ১৪ রান তুলে ফিরে যান সাজঘরে। মাহমুদউল্লাহ ১৪ বলে ২৪ রান। রাব্বি ৩৩ রানে নেন ৩ উইকেট। তাসকিন ২ উইকেট শিকার করেন ৪৩ রানে।
বল হাতে সাকিব ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
জেমকন খুলনা: ২০ ওভারে ১৭৩/৬ (জহুরুল ২, জাকির ৬৩, ইমরুল ৩৭, সাকিব ১৪, মাহমুদউল্লাহ ২৪, শামীম ৫, আরিফুল ৬*, শুভাগত ৫*; তাসকিন ৪-০৪৩-২, আবু জায়েদ ৪-০-৩৩-০, মিরাজ ৪-০-২৫-০, আফিফ ২-০-২২-০, রাব্বি ৪-০-৩৩-৩, তানভির ২-০-১৬-১)
বরিশাল ফরচুন: ১৯.৫ ওভারে ১২৫ (তামিম ৩২, পারভেজ ১৯, আফিফ ৩, হৃদয় ৩৩, শুক্কুর ১৬, মাহিদুল ১০, মিরাজ ১, তাসকিন ০, তানভির ০, কামরুল ১, আবু জায়েদ ০*; সাকিব ৪-০-২২-১, শুভাগত ৩-০-১৮-২, আল আমিন ৪-০-৩১-১, শহিদুল ২.৫-০-১৭-২, হাসান ৪-০-১৮-২, মাহমুদুল ১-০-১৩-০, শামীম ১-০-২-০)
ফল: ৪৮ রানে জয়ী জেমকন খুলনা
ম্যাচসেরা: জাকির হাসান
Discussion about this post