দুই দিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছে তার নাম। সেই বাদ পড়াটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ফিরে আসার প্রত্যয় মোসাদ্দেক হোসেনের। ময়মনসিংহের এ ক্রিকেটার শুক্রবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের শেষ দিনে করলেন সেঞ্চুরি। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ৬ উইকেটে ৩৪৮ রান নিয়ে এদিন মাঠে নামে। ২২ রানে অপরাজিত ছিলেন আটে নামা মোসাদ্দেক। নাঈম হাসানকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে এ ডানহাতি গড়েন ১৩১ বলে ১২১ রানের জুটি। ১০৭ বলে মোসাদ্দেক অপরাজিত থাকেন ১০২ রানে। ১০ চার আর ৪ ছক্কা ছিল তার ইনিংসে।
এর আগে গত বুধবার বিসিবি’র কেন্দ্রীয় চুক্তি থেকে মোসাদ্দেকের বাদ পড়ার কারণ হিসেবে বলা হয়, পারফরম্যান্সের কারণে তাকে এবার চুক্তিতে রাখেনি বোর্ড। যদিও এই ব্যাটসম্যান চোটের কারণে বেশ কয়েকমাস ধরেই মাঠে নামতে পারেন নি। চলতি বিসিএলে মাঠে ফিরলেও পছন্দমত জায়গায়ও নামতে পারছেন না ব্যাটিংয়ে। যে কারণে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে মোসাদ্দেককে দেখা গিয়েছিল সাতে ব্যাট করতে। দ্বিতীয় ইনিংসে এ ডানহাতি নামলেন আটে। তারপরও সেঞ্চুরি করে বিসিবিকে জবাবটা দিলেন।
চুক্তি থেকে মোসাদ্দেককে বাদ দেওয়া নিয়ে অবশ্য কথা হচ্ছে। অনেকেই বলছেন তাকে রাখা যেতো। কিন্তু বোর্ড এবার ১৩ জনের সঙ্গে চুক্তিটা করতে চায়। এরমধ্যে দশজনের নাম ঘোষণা করা হয়েছে।
Discussion about this post