বেশ কিছুদিনই হয়ে গেল। এখনো হাতের চোট থেকে পুরোপুরি মুক্তি পাননি সাকিব আল হাসান। সামনে নিদহাস ট্রফিতে শুরুতে খেলতে পারবেন কীনা এনিয়েও আছে শঙ্কা! কিন্তু মাঠে ফিরতে অস্থির হয়ে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক। এ কারণে অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে গেলেন থাইল্যান্ডে।
ঢাকার মাঠে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে আঙুলে চোট পান সাকিব। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজে মাঠের বাইরেই থাকতে হয়েছে তাকে। কিন্তু সামনেই
ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নমেন্ট, নিদহাস ট্রফি। জানা গেছে সেখানেও প্রথম এক-দুই ম্যাচ নাও খেলতে পারেন এই অলরাউন্ডার।
এ কারণে বাড়তি ঝুকি নিতে নারাজ সাকিব সোমবার রাতে থাইল্যান্ডে গেলেন। মঙ্গলবার দুই জন অর্থোপেডিক বিশেষজ্ঞের সঙ্গে তার দেখা করার কথা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সাকিব গত রাতে থাইল্যান্ড চলে গেছেন। থাইল্যান্ডে দুই জন অর্থোপেডিক বিশেষজ্ঞের সঙ্গে তার অ্যাপয়েনমেন্ট রয়েছে। এরপর ও ফিরে আসবে। আশা করছি ও দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাবে।’
আগামী ২ মার্চ শুরু হবে ত্রিদেশীয় নিদহাস ট্রফির অনুশীলন। ৪ মার্চ দল যাবে কলম্বোতে। আর ৬ মার্চ শুরু হবে টুর্নামেন্ট। যেখানে সাকিব খেলতে না পারলে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
Discussion about this post