একদিন আগেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। দলবদলের প্রথম দিন যোগ দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ছেড়ে সাবেক এই চ্যাম্পিয়ন দলে মাশরাফি। যদিও বিপিএলে পাওয়া চোটে লিগের শুরু থেকে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। লিগ শুরু ১৫ মার্চ। তার আগেই প্রাক্তন এই অধিনায়ক চিকিৎসার জন্য গেলেন ভারতে।
চোট থেকে মুক্তি পেতে অস্ত্রোপচারে যেতে হচ্ছে মাশরাফিকে। তার আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার খেলা নিয়ে শঙ্কা তো আছেই। রূপগঞ্জে নাম লিখিয়ে মাশরাফি বলছিলেন, বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে ভারতে যাবেন।
দেশ ছাড়ার একদিন আগে বুধবার গণমাধ্যমে মাশরাফি সাফ জানিয়ে রাখলেন, ‘দেখুন আমার অ্যাপয়েনমেন্ট নেওয়া ৯ মার্চ। কিন্তু চারদিন আগে আমি যাচ্ছি। প্রথম কয়েকদিন পরিবারকে সময় দিব। ৯ তারিখ চেন্নাই যাব। সেদিনই অ্যাপোলো হাসপাতালে ডাক্তার দেখাব। উনি স্ক্যানের ছবি দেখে অ্যাপয়েনমেন্ট দিয়েছেন। সামনাসামনি দেখার পরে উনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন।’
অবশ্য এভাবে অস্ত্রোপচার তার জীবনে নতুন নয়। এবার কোমরের চোটে কাবু। আগের অভিজ্ঞতা থেকে অস্ত্রোপচারে তার ভয় নেই। মাশরাফি জানিয়ে রাখলেন, ‘আমার ইচ্ছা প্রিমিয়ার লিগ খেলে অস্ত্রোপচার করানোর। কিন্তু চিকিৎসক চাইছেন আগেই করাতে। এটা এখন মিলিয়ে নিতে হবে। আমার কোমড়ের ডিস্কে অস্ত্রোপচার করাতে হবে। লিগ শুরুর আগে এক মাস সময় পেলে আগেই করাতাম। কিন্তু সেই সময় নেই।’
তবে খেলার জন্য প্রস্তুতি আছে। মানসিকভাবে তৈরি তিনি। জানিয়ে রাখলেন, ‘ঢাকা লিগ তো খেলছি। মাঝে কিছু দিন লিগ হয়নি। লিগ হলে খেলতাম। এখনো খেলছি। দেখা যাক সামনে। আর এটা তো হবেই। একটা প্রক্রিয়ার মাধ্যেম একজন খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ হয়ে যায়। পুরো ক্যারিয়ারে যারা আমাকে সমর্থন করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
অবশ্য জাতীয় দলে তিনি নেই অনেক দিন। ২০২০ সালের মার্চ থেকে ওয়ানডেতে খেলেছেন শেষ ম্যাচ। এখন মনের আনন্দে খেলে যাচ্ছেন তিনি। সর্বকালের সেরা এই ওয়ানডে অধিনায়ক অবসর ভাবনা এখনো মাথায় আনেননি।
Discussion about this post