ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সন্দেহ নেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। পরিসংখ্যানও তার হয়ে কথা বলেছে। সেই মুশফিকুর রহীম এবার উঠে গেছেন অনন্য এক উচ্চতায়। টেস্ট ক্যারিয়ারে আরেকটি মাইলফলকে পা রাখতে দরকার ছিল মাত্র ৮ রান। শুক্রবার ঢাকা টেস্টে চা বিরতির পরই দেবেন্দ্র বিশুর বল পয়েন্টে ঠেলে একটি রান নিয়ে মুশফিকুর রহীম পৌঁছে সেই অভিজাত ল্যান্ডমার্কে। বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান নাম লেখালেন টেস্টে ৪ হাজার রান ক্লাবে।
মাইলফলকের ইনিংসটিতে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ রানে আউট হয়ে যান মুশফিক।
দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার টেস্টে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। তার আগে গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে একই কীর্তি গড়েন তামিম ইকবাল। তার লেগেছিল ১০৬ ইনিংস। সেখানে মুশফিকের লাগল ১২৩।
২০০৫ সালে ১৭ বছর বয়সে লর্ডসে টেস্ট অভিষেক মুশফিকের। অবশ্য তার এক হাজার রান পেতে সময় লেগেছিল ৪০ ইনিংস। ২ হাজার রান করতে লেগেছিল ৬৭ ইনিংস, ৩ হাজার করতে ৯৫ ইনিংস।
বাংলাদেশের হয়ে এই রেকর্ডে প্রথম ছিলেন তামিম ইকবাল। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে এই মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। তার লাগে ১০৬ ইনিংস। মুশফিকের লেগেছে ১২৩ ইনিংস।
ওয়ানডেতে মুশফিকের আছে ৫ হাজার রান। তার চেয়ে বেশি ওয়ানডে রান আছে বাংলাদেশের শুধু তামিম ও সাকিব আল হাসানের।
Discussion about this post