টানা জয়ের আনন্দে ভেসে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল। একের পর এক টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাস যেন আকাশ ছুঁয়ে ফেলেছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর যেন হঠাৎই মাটিতে নেমে এল পুরো দল। ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর প্রশ্ন উঠেছে-এই হোঁচটটা কি শুধুই ব্যাটিং ব্যর্থতার, নাকি ক্লান্ত শরীর ও মানসিক চাপের ফল?
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম মনে করেন, উত্তরটি দুই-ই, ‘টানা চারটি সিরিজ জেতার পর এমন কিছু ঘটতেই পারে। শেষ টি-টোয়েন্টি সিরিজে আমাদের ধারাবাহিকতায় একটু বাঁধা পড়েছে। যে ফ্লোতে ছিলাম, সেখানে আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলাম, বিশেষ করে ব্যাটিংয়ে। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও রান তুলতে পারিনি।’
প্রথম ম্যাচের শেষ দুই-তিন ওভারে হঠাৎ রানবন্যায় ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ঘুরে যায়, এমনটা উল্লেখ করে ফাহিম বলেন, ‘ওরা শেষের দিকে যে রান তুলেছে, সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। দ্বিতীয় ম্যাচে বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানরা সাড়া দিতে পারেনি। এটা কিছুটা উদ্বেগের।’
তবে হতাশার মাঝেও তিনি দেখছেন আশার আলো, ‘এই দলটার মানসিকতা দৃঢ়। সাইফ এই সিরিজে ভালো করতে পারেনি, কিন্তু তামিম (তানজিদ) দারুণ খেলেছে। মিডল অর্ডারে জাকের আর সোহানদের নিয়ে আমরা আগেও স্বস্তিতে ছিলাম। এবার ব্যর্থ হয়েছি, কিন্তু এটা সাময়িক।’
ফাহিমের মতে, সমস্যার বড় অংশ লুকিয়ে আছে ক্লান্তিতে। ‘টানা খেলার মধ্যে আছে সবাই। একটু বিশ্রাম পেলে ভালো হতো। শুধু বিশ্রাম নয়, রোটেশন পলিসি নিয়ে কাজ করছি। পেসারদের ক্ষেত্রে সেটা শুরু হয়েছে। লক্ষ্য একটাই-সবাইকে তৈরি করা, যেন নির্ভরতা না থাকে শুধু মূল একাদশের ওপর।’
ফর্ম হারানো জাকেরকে নিয়েও তিনি ইতিবাচক, ‘প্রত্যাশার চাপ বেড়ে গেলে খেলার স্বাধীনতা হারায়। নতুনরা শুরুতে নির্ভার থাকে, কিন্তু সময়ের সঙ্গে প্রতিপক্ষ তাদের নিয়ে গবেষণা করে। জাকেরকেও এখন নতুন পথ খুঁজতে হবে।’
সোহানের চোট নিয়েও সতর্ক ফাহিম জানালেন, ‘চিকিৎসা চলছে, কিন্তু সতর্ক থাকতে হবে। ঝুঁকি নেওয়া যাবে না।’
ক্রিকেট অপারেশন্সে ‘ছায়া কমিটি’ নিয়ে গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন কোনো কমিটি গঠনের সুযোগ নেই। বোর্ডের স্ট্যান্ডিং কমিটিগুলিই সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে বিশেষ কমিটি হতে পারে, তবে তা শুধু ক্রিক অপস নয়, বিসিবির সামগ্রিক কাঠামোর অংশ হিসেবেই।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ধাক্কা পেরিয়ে এবার সামনে আয়ারল্যান্ড। এই সিরিজকে পুনরুদ্ধারের সুযোগ হিসেবে দেখছেন ফাহিম, ‘দল ঘুরে দাঁড়াবে। আমাদের ক্রিকেটাররা জানে, কিভাবে ব্যর্থতার পর ফিরে আসতে হয়। শুধু একটু বিশ্রাম আর মানসিক পুনর্জাগরণই দরকার এখন।’










Discussion about this post