ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কে বলে টেস্ট ক্রিকেটে প্রাণ নেই। করোনা পরবর্তী ক্রিকেটে থাকছে দারুণ উত্তেজনা। ম্যানচেস্টার টেস্টে থাকল নাটকীয়তার ছোঁয়া। জস বাটলারের সঙ্গে শতরানের জুটিতে ক্রিস ওকস এনে দিলেন ইংল্যান্ডকে দারুণ এক জয়।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ড চার দিনেই ৩ উইকেটে জিতে মাঠ ছেড়েছে। বাটলার-ওকসের দৃঢ়তায় শেষ বেলায় ২৭৭ রানের টার্গেট পূর্ণ করে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
ইতিহাস জানাচ্ছে-২০ বছরের মধ্যে প্রথমবারের মতো আড়াইশ ছাড়ানো পুঁজি নিয়েও টেস্ট হারল পাকিস্তান।
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ৮ উইকেটে ১৩৭ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। কিন্তু তারা আল আউট ১৬৯ রানে। শেষ ২ উইকেটে ৩২ রান তুলে গড়ে লড়াকু পুঁজি। তারপরও লক্ষ্য পূরণ হলো না সফরকারীদের।
এরপর জবাবে নেমে ১১৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। তারপরই বাটলার ও ওকসের ব্যাটে স্বপ্ন দেখে দল। তারা গড়েন ১৩৯ রানের জুটি।
১০১ বলে ৭ চার ও এক ছক্কায় ৭৫ রান করেন বাটলার। ওকস ১০ চারে ১২০ বলে ৮৪ রানে অপরাজিত। ম্যাচে ৪ উইকেটের সঙ্গে এই হাফসেঞ্চুরিতে তিনিই ম্যাচ সেরা।
জয়ের পর বাটলার জানাচ্ছিলেন, ‘মনে হচ্ছিল এবার রান করতে না পারলে সম্ভবত এটিই আমার শেষ ম্যাচ। এ ব্যাপার মাথায় ছিল। তবে মাঠে নেমে চেষ্টা করতে হয় সেই ভাবনাগুলো চাপা দিয়ে খেলায় মনোযোগ দিতে আর পরিস্থিতি অনুযায়ী খেলতে। সন্তুষ্ট যে সেটি এখানে করতে পেরেছি।’
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ১০৯.৩ ওভারে ৩২৬/১০
ইংল্যান্ড ১ম ইনিংস: ৭০.৩ ওভারে ২১৯/১০
পাকিস্তান ২য় ইনিংস: ৪৬.৪ ওভারে ১৬৯/১০ (ইয়াসির ৩৩, আব্বাস ৩*, নাসিম ৪; অ্যান্ডারসন ৯-২-৩৪-০, ব্রড ১০-৩-৩৭-৩, আর্চার ৬.৪-০-২৭-১, বেস ১২-২-৪০-১, ওকস ৫-১-১১-২, স্টোকস ৪-০-১১-২)
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৭৭) ৮২.১ ওভারে ২৭৭/৭ (বার্নস ১০, সিবলি ৩৬, রুট ৪২, স্টোকস ৯, পোপ ৭, বাটলার ৭৫, ওকস ৮৪*, ব্রড ৭, বেস ০*; আফ্রিদি ১৫.১-১-৬১-১, আব্বাস ১৬-৪-৩৬-১, নাসিম ১৩-৪-৪৫-১, ইয়াসির ৩০-২-৯৯-৪, শাদাব ৮-০-৩৪-০)
ফল: ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ক্রিস ওকস
Discussion about this post