ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি শুধু সময়ের সেরাই নন, বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন। অথচ কি যেন হয়ে তামিম ইকবালের। সদ্য শেষ বিশ্বকাপে ব্যর্থ। তাকে ঠিক চেনাই গেল না। এরপর শ্রীলঙ্কা সফরে হয়েছিলেন দলের অধিনায়ক। কিন্তু এখানেও সেই একই গল্প! ব্যাট হাতে সুপার ফ্লপ!
এই ব্যর্থতার গলি থেকে কী করে বের হতে পারবেন তামিম? এমন প্রশ্ন এখন ভক্তদের মুখে। তার একটা উত্তর দিলেন সাকিব আল হাসান। এই অবস্থা থেকে মুক্তি পেতে বাঁহাতি ওপেনারকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
মাশরাফি বিন মুর্তজার লঙ্কায় বাংলাদেশের অধিনায়ক ছিলেন তামিম। এই বাড়তি দায়িত্বের চাপ সামলাতে না পেরে ব্যাটিংয়ে ব্যর্থ। তার তিনটি ইনিংস এমন- ০, ১৯ ও ২।
এ অবস্থায় তারই বন্ধু সাকিব দিলেন পরামর্শ। বলেন, ‘একজন খেলোয়াড়ের এরকম সময় যেতেই পারে। আমার কাছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়, ওর জন্য খুব ভালো একটা বিশ্রাম করা, রিকভার করা, ফ্রেশ হওয়া এবং ভালোভাবে ফিরে আসা। আমি নিশ্চিত ও এটা করবে। তামিম রানে ফিরবেই।’
এদিকে হতাশা নিয়েই বৃহস্পতিবার শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে বাংলাদেশ। আর তামিম নিজেও ব্যর্থতার দায় কাঁধে নিয়েছেন।
Discussion about this post