আল আমিনের মুখে এখন তৃপ্তির হাসি। সোহাগ গাজীর মতো পরিনতি হয়নি তার। ইংল্যান্ডের কার্ডিফে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন নি এই স্পিনার। অবৈধ বোলিং অ্যাকশনের কারনে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন গাজী। কিন্তু বুধবার জানা গেল আল আমিনের অ্যাকশন পুরোপুরি বৈধ।
ডানহাতি পেসার পরীক্ষায় পাশ করেছেন। আইসিসি জানিয়েছে, এ পেসারের বোলিং করার ধরন নিয়ে কোনো সমস্যা ধরা পড়েনি। আইসিসির নিয়ম অনুসারে বোলিং করার সময় তার কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙে না।
ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট শেষে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। তাই তাকে বাধ্যতামূলক এ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। চেন্নাইয়ের আইসিসি অনুমোদিত শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর নিজেকে সরিয়ে নেন তিনি। ধারনা করা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে থাকবেন তিনি।
ক্যারিয়ারে ৬ টেস্টে ৬ উইকেট নিয়েছেন আল-আমিন। ৯ ওয়ানডেতে শিকার ১৬ উইকেট।
সোহাগ গাজী ছাড়াও সাম্প্রতিক সময়ে চাকিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাঈদ আজমল, শ্রীলঙ্কার সচিত্রা সেনানায়েকে এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
Discussion about this post