বাংলাদেশ ক্রিকেট দলের প্রভাবশালী কোচ তিনি। তার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। আবার বেতনের দিক থেকেও বেশ মজবুত জায়গায় আছেন চন্ডিকা হাথুরুসিংহে। ক্রিকেট মান্থলি সাময়িকী তাদের নতুন সংখ্যায় জানাল বেতনের দিক থেকে ক্রিকেট বিশ্বে এখন চতুর্থ স্থানে চন্ডিকা হাথুরুসিংহে।
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী কোচ রবি শাস্ত্রী। বছরে ১১ লাখ ৭০ হাজার ডলার বেতন পান তিনি। দুইয়ে আছেন ড্যারেন লেম্যান। অস্ট্রেলিয়ার কোচ পাচ্ছেন ৫ লাখ ৫০ হাজার ডলার বেতন। ইংলিশ কোচ ট্রেভর বেইলিস পাচ্ছেন ৫ লাখ ২০ হাজার ডলার। তারপরই রয়েছেন বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ হাথুরুসিংহে।
ক্রিকেট মান্থলি জানাল, বিসিবির কাছ থেকে শুধু বেতন হিসেবেই বার্ষিক ৩ লাখ ৪০ হাজার ডলার (বাংলাদেশি মূল্যমানে ২ কোটি ৭২ লাখ টাকা) পাচ্ছেন হাথুরুসিংহে। কোচের বেতনের দিক থেকে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতি দেখালেও ক্রিকেটারদের বেতনের ক্ষেত্রে জিম্বাবুয়ের চেয়েও নাকি পিছিয়ে বিসিবি!
মাত্র ৯০ হাজার ডলার বেতন দক্ষিণ আফ্রিকার কোচের! বিস্ময়কর বটেই। আবার মাসিক চুক্তিতে শ্রীলঙ্কা দলের সঙ্গে আছেন নিক পোথাস। তাঁর বেতন ১ লাখ ৪০ হাজার ডলার। পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো মিকি আর্থারের বেতন ২ লাখ ২০ হাজার ডলার। নিউজিল্যান্ডের মাইক হেসন পাচ্ছেন ২ লাখ ৫০ হাজার ডলার।
Discussion about this post