ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সবাই চতর্থধাপের করোনা টেস্টেও সুখবর পেয়েছেন। এজন্য সবাই খুব খুশি। বুধবারই তারা ক্রাইস্টচার্চ থেকে প্রথম ওয়ানডের ভেন্যু কুইন্সটাউন যাবে। এমনটাই মঙ্গলবার জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এরআগে গত ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। সে পৌঁছানোর পর থেকেই দেশটির সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী কঠোর কোয়ারেন্টিন মেনে চলেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমানরা। এরমধ্যেই তিনবার করোনা টেস্ট দেন তারা। সুখবরও পেয়েছিলেন। কিন্তু চতুর্থ টেস্ট নিয়ে বেশ দুঃচিন্তা ভর করে টাইগার শিবিরে। শেষ পর্যন্ত মঙ্গলবার সুখবর পাওয়ায় চিন্তা মুক্ত হয়েছেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।
চারবার করোনা টেস্টের পরীক্ষায় বসে ফল নেগেটিভ আসায় টাইগারদের কুইন্সটাউন যাবার বাঁধা কেটে গেছে। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ক্রাইস্টচার্চ ছাড়বেন তামিম ইকবালরা, ‘সবাই সুস্থ আছে। আমাদের চতুর্থ কোভিড-১৯ টেস্ট হয়ে গেছে গতকাল। সেটায়ও সবাই নেগেটিভ। আর কোন সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যায় কুইন্সটাউনের উদ্দেশ্যে যাত্রা করব।’
তিনি আরও জানান, ‘ক্রাইস্টচার্চ থেকে বিমানে ৫০ মিনিটের পথ কুইন্সটাউন। তারা স্থানীয় সময় বিকেল ৩টায় ক্রাইস্টচার্চের এই হোটেল ছেড়ে অন্য একটি হোটেলে ২ ঘন্টার জন্য অবস্থান করবেন। লবিতে মালপত্র রেখে সবাই হোটেল রুমে অবস্থান করবেন। সেখান থেকে সরাসরি বিমানবন্দর চলে যাবে জাতীয় দলের বহর।’
আগামী ২০ মার্চ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের মধ্যে দিয়ে নিউজিল্যান্ড সফরের মাঠের লড়াই শুরু করবে বাংলাদেশ দল। এরপর আরও দুটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
Discussion about this post