সমান তালেই লড়ছে শ্রীলঙ্কা। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে তারা ১ উইকেট হারিয়ে তুলেছে ১৮৭ রান। এর আগে বাংলাদেশ তাদের ১ম ইনিংসে তুলে ৫১৩ রান।
সংক্ষিপ্ত স্কোর
ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
টস: বাংলাদেশ।
বাংলাদেশ ১ম ইনিংস: ১২৯.৫ ওভারে ৫১৩/১০ (আগের দিন ৩৭৪/৪) (মুমিনুল ১৭৫, মাহমুদউল্লাহ ৮৩*, মোসাদ্দেক ৮, মিরাজ ২০, সানজামুল ২৪, তাইজুল ১, মুস্তাফিজ ৮; লাকমল ৩/৬৮, কুমারা ০/৭৯, পেরেরা ০/১১২, হেরাথ ৩/১৫০, সান্দাকান ২/৯২, ধনঞ্জয়া ০/১২)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৮ ওভারে ১৮৭/১ (করুনারত্নে ০, মেন্ডিস ৮৩*, ধনঞ্জয়া ১০৪*; মুস্তাফিজ ০/৩১, সানজামুল ০/৫২, মিরাজ ১/৪৫, তাইজুল ০/৫৬, মোসাদ্দেক ০/৩)
#২য় দিন শেষে
Discussion about this post