ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বৃহস্পতিবার সকালে শুরু হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম টেস্ট। তবে তার আগের দিন অনিশ্চয়তা ছড়িয়েছে সাকিব আল হাসানকে ঘিরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন তো এই অলরাউন্ডার? ইনজুরি শেষে শতভাগ ফিট তো টেস্ট অধিনায়ক?
সরাসরি কোন উত্তরই মিলছে না। এমন কী এনিয়ে সন্দিহান খোদ সাকিবও। তার মনেও সংশয়। তিনি নিজেও অনিশ্চয়তার মেঘ ছড়িয়ে দিয়েছেন। বুধবার সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘৫ দিন খেলাটা কতটা চ্যালেঞ্জের হবে, এটা আমরা সবাই জানি। যদি টেস্ট ম্যাচটি পাঁচ দিনে যায় তাহলে তো অবশ্যই চ্যালেঞ্জিং। এ কারণে এখনো একটু হলে সংশয়ে আছি যে, ওই অবস্থানে আমি এখনো পৌঁছেছি কি না। মাত্র চারটি সেশন অনুশীলন করেছি আমি। এর ভেতরে দুটি সেশন ছিল ঐচ্ছিক। দেখা যাক, খেলছি কি না এটার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ সিরিজেও বাঁ হাতের কনিষ্ঠার চোটের কারণে দেখা যায়নি তাকে। অবশ্য এরমধ্যে ঢাকা ও মেলবোর্নে চিকিৎসা নিয়ে ফিট হয়ে গেছেন সাকিব। তবে সেটা কি ৫ দিনের টেস্ট খেলার জন্য যথেস্ট? মনে হয় না। দিন কয়েক আগে পুরোদমে চার সেশন অনুশীলনেও ফিরেন।
এর আগে গত রোববার ঢাকা থেকে চট্টগ্রামে নেমে সরাসরি বিমানবন্দর থেকেমাঠে গিয়ে নেমে পড়েন অনুশীলনে। বুধবারও জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে ব্যস্ত দেখা গেল তাকে।
কিন্তু এরপরও নিশ্চিত উত্তর মিলছে না। সাকিব নিজেও কিছুটা সন্দিহান। কারণ টানা ৫ দিন খেলা সহজ নয়। এ বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠায় চোট পান সাকিব। ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলেন। এশিয়া কাপের মাঝ পথেই ইনজুরি নিয়ে দেশে ফিরতে হয় তাকে।
সাকিব না খেলতে পারলে আগের মতোই দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
Discussion about this post