হতাশ করা একদিন! দৃশ্যটাও পুরো দিনভর চেনা-বাংলাদেশের বোলাররা বল করে গেলেন আর অনায়াসে রান তুললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। তার পথ ধরে দিন শেষে যা হলো-তাতে অস্বস্তিতে বাংলাদেশ দল। ঢাকা টেস্টে হারের পর চট্টগ্রামেও চাপে নাজমুল হোসেন শান্তর দল।
সকালে টস জিতে ব্যাট করতে নেমে নামে দক্ষিণ আফ্রিকা। এরপর ব্যাটিং স্বর্গে অনায়াসে ব্যাট করে গেছে সফরকারীরা। তাতেই প্রথম দিনে ৮১ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছে দলটি। টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের সেঞ্চুরি করে দলকে বড় স্কোরের পথ করে দিয়েছেন।
স্টাবস ১০৬ রান করে আউট। তবে জর্জি অপরাজিত ২১১ বলে ১০টি চার ও ৩ ছক্কায় ১৪১ রানে। ২ ছক্কায় ১৮ রানে অন্যপ্রান্তে আছেন ডেভিড বেডিংহ্যাম।
মঙ্গলবার দ্বিতীয় উইকেট জুটিতে জর্জি ও স্টাবস ২০১ রানের জুটি গড়েন। অধিনায়ক এইডেন মার্করাম ২ চারে ৩৩ রান করে আউট। দক্ষিণ আফ্রিকার দুটি উইকেট তুলেছেন স্পিনার তাইজুল ইসলাম।
ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশ উইকেট নিতে পারলেন কেবল দুটিই। এদিন আলোকস্বল্পতায় খেলা হতে পারেনি ৯ ওভার।
এদিন হাসান মাহমুদের বলে ডি জর্জিকে ৬ রানে ফেরানোর সুযোগটা হেলায় হারান অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। একইভাবে তাইজুলের বলে ২৫ রানে স্টাম্পিং করতে পারেননি স্টাবসকে।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮১ ওভারে ৩০৭/২ (মার্করাম ৩৩, ডি জর্জি ১৪১*, স্টাবস ১০৬, বেডিংহ্যাম ১৮*; হাসান ১৩-০-৪৭-০, নাহিদ ১৩-২-৩৪-০, তাইজুল ৩০-২-১১০-২, মিরাজ ২১-১-৯৫-০, মুমিনুল ৪-০-১৫-০)
#চট্টগ্রাম টেস্ট ১ম দিন শেষে
Discussion about this post