আগের দিনই পাল্টা জবাব দিয়েছিল শ্রীলঙ্কা। শুক্রবার সেই ধারাবাহিকতায় বেশ মজবুত অবস্থানে অতিথিরা। চট্টগ্রাম টেস্টের ১ম ইনিংসে বাংলাদেশ ৫১৩ রান করেও স্বস্তিতে নেই। দিন শেষে রোশেন সিলভা ৮৭ ও অধিনায়ক দিনেশ চান্দিমাল ৩৭ রানে অপরাজিত আছেন। স্কোর ১ম ইনিংসে তিন উইকেটে ৫০৪। মাত্র ৯ রানে পিছিয়ে লঙ্কানরা। হাতে ৭ উইকেট।
তৃতীয় দিন শেষে স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ১৮৭/১) ১৩৮ ওভারে ৫০৪/৩ (করুনারত্নে ০, মেন্ডিস ১৯৬, ধনঞ্জয়া ১৭৩, রোশেন ৮৭*, চান্দিমাল ৩৭*; মুস্তাফিজ ২৫-৫-৮৮-১, সানজামুল ৩৭-২-১২৮-০, মিরাজ ১৯-০-৯৭-১, তাইজুল ৫১-১৩-১৪৪-১, মোসাদ্দেক ৩-০-২৪-০, মুমিনুল ২-০-৬-০, মাহমুদউল্লাহ ১-০-৭-০)
বাংলাদেশ ১ম ইনিংস: ১২৯.৫ ওভারে ৫১৩/১০ (আগের দিন ৩৭৪/৪) (মুমিনুল ১৭৫, মাহমুদউল্লাহ ৮৩*, মোসাদ্দেক ৮, মিরাজ ২০, সানজামুল ২৪, তাইজুল ১, মুস্তাফিজ ৮; লাকমল ৩/৬৮, কুমারা ০/৭৯, পেরেরা ০/১১২, হেরাথ ৩/১৫০, সান্দাকান ২/৯২, ধনঞ্জয়া ০/১২)।
Discussion about this post