টি-টুয়েন্টিতে মিশন সফল হয়নি। টানা তিন ম্যাচেই হার। এবার পাকিস্তান দলের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু শুক্রবার। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট। তার আগে বৃহস্পতিবার আগে ১২ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের জন্য ২০ সদস্যের দল পাকিস্তানের। প্রথম ম্যাচের জন্য সেখান থেকে ১২ জনকে বেছে নিয়েছে তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
পাকিস্তানের এই স্কোয়াডে নতুন মুখ আবদুল্লাহ শফিক। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলছিলেন, ‘দেখুন, আমাদের দলটা খুব ভালো। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে চাই আমরা।’ চট্টগ্রামের আবহাওয়া নিয়ে বাবর বলেন, ‘এখানকার কন্ডিশন আলাদা। বাংলাদেশকে হালকাভাবে দেখতে পারি না আমরা। এখানকার কন্ডিশন যেহেতু আলাদা ব্যাটসম্যানদের তাই উইকেটে আগে সেট হতে হবে।’
চট্টগ্রামের পর ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ৪ ডিসেম্বর মিরপুরে শুরু সেই ম্যাচটি।
চট্টগ্রাম টেস্টে পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, নোমান আলী, সাজিদ খান ও শাহিন শাহ আফ্রিদি।
Discussion about this post