ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয়ের সুবাস পাচ্ছে আফগানিস্তান। রোববার দিন শেষে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকরা তুলেছে মাত্র ১৩৬ রান। ৪৬ বলে ৪ চারে ৩৯ রান করে অপরাজিত আছেন সাকিব আল হাসান। ৫ বল খেলে কোন রান না করা সৌম্য আছেন সাকিবের সঙ্গে। ৪৬ রান খরচে ৩ উইকেট নিয়েছেন রশিদ খান আফগানদের হয়ে সফলতম বোলার। শেষ দিনে জিততে বাংলাদেশের চাই ২৬২ রান। আফগানিস্তানের ৪ উইকেট।
ম্যাচ জয় আফগানিস্তানের জন্য কেবলই সময়ের ব্যাপার। কিন্তু খেলা হবে তো চট্টগ্রামে?
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকাল থেকেই অঝোর ধারার বৃষ্টি চলছে। মাঠে পানিও জমে গেছে। এ কারণেই টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হয়নি। আর এমন বৃষ্টিতে স্বস্তিতে টাইগাররা। হতাশা নিয়ে ড্রেসিং রুমে অপেক্ষায় আফগানরা।
চট্টগ্রামে আগের দিন রাত থেকেই শুরু হয় বৃষ্টি। সোমবার সকাল থেকেও চলছে টানা। উইকেট ও চারপাশ ঢেকে রাখা হয়েছে। মাঠের নানা জায়গায় জমে আছে পানি। যদিও জুহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা বেশ ভাল। বৃষ্টি থামার পর শুকাতে খুব বেশি সময় লাগে না। তবে বৃষ্টি থামার ইঙ্গিত নেই।
আফগানদের ঐতিহাসিক জয়ের সামনে এখন বাধা হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি!
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪২/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ২০৫/১০
আফগানিস্তান ২য় ইনিংস: ২৬০/১০
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৮) ৪৪.২ ওভারে ১৩৬/৬ (লিটন ৯, সাদমান ৪১, মোসাদ্দেক ১২, মুশফিক ২৩, মুমিনুল ৩, সাকিব ৩৯*, মাহমুদউল্লাহ ৭, সৌম্য ০*; ইয়ামিন ৪-১-১৪-০, নবি ১৭.২-৪-৩৮-১, রশিদ ১৩-০-৪৬-৩, জহির ১০-০-৩৬-২)
Discussion about this post