স্বাগতিক মানেই যেন বাড়তি সুবিধা! ভারত যেমন নিজেদের দেশ ভয়ংকর! কিন্তু বাংলাদেশ সেই সুযোগ নিতে পারছে কোথায়? নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মনের মতো উইকেটেরও দেখা মিলল না। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে হতাশাই ঝরল জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের কথা। বললেন, ‘দেখুন এখানে ঠিক যেমন উইকেট চেয়েছিলাম আমরা, তেমনটা মেলেনি। সত্যি বলতে কি উইকেট আমার মনের মতো হয়নি।’
নাসিরের এ অভিযোগের শেষাংশটা দেশের ক্রিকেট প্রশাসনের অদক্ষতাকে স্পষ্ট করল। যেমনটা বললেন এই অলরাউন্ডার, ‘নিউজিল্যান্ড যে এখানে এ মাসে সিরিজ খেলতে আসবে সেটা আমরা জানি দুই বছর আগে থেকে। আশা করেছিলাম এখানে স্পিন ট্র্যাক হবে। কিন্তু এখানে আমাদের মনের মতো উইকেট পেলাম না। যদি এখানে স্পিন উইকেট তৈরি করা হতো তাহলে তো প্রথম দিনেই এখানে ব্যাটিং করতাম আমরা।’
অন্যদিকে চট্রগ্রাম টেস্টের প্রথম দিন শেষে কিউই ক্রিকেটার পিটার ফুলটন বললেন, ‘দিনের ৮৫ ওভার পর্যন্ত আমরাই ছিলাম দাপটে। কিন্তু শেষের দুই উইকেট দ্রুত পড়ে যাওয়ায় হিসাবটা এখন প্রায় সমান সমান। ব্যাপারটা হতাশার। তবে দলের বাকি ব্যাটসম্যানের ওপর আমাদের আস্থা আছে। তারা যদি ব্যাট হাতে ঘুরে দাঁড়ায় তবে আমরা ৪০০ তে পৌঁছতে পারি। আর স্কোর বোর্ডে ৪০০-এর মতো রান তুলতে পারলে আমরা বেশ শক্তিশালী অবস্থানে পৌঁছে যাব।’
http://youtu.be/9Oa1MzQjZIg
Discussion about this post