ঢাকা পর্ব শেষে এখন চট্টগ্রামে অনুশীলনে ব্যস্ত মুশফিকুর রহীমরা। শনিবার সকাল ১০টা থেকেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় ব্যাট-বলের অনুশীলন। এ্রই মাঠে অজিদের বিপক্ষে একটি টেস্ট হওয়ার কথা। এ কারণে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এখানে ৭ দিনের ক্যাম্প করছেন ক্রিকেটাররা।
এর আগে গত ১০ জুলাই ঢাকায় শুরু হয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি। সাকিব ও মিরাজ শুরুতে থাকলেও এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য আছেন ক্যাম্পের বাইরে। মোসাদ্দেক হোসেন সৈকত চোটে পড়ায় যেতে পারেন নি বন্দরনগরীতে। ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠা এনামুল হক বিজয়ও চট্টগ্রাম পর্বে দলের সঙ্গে নেই।প্রাথমিক দলের সঙ্গে বাড়তি ক্রিকেটার হিসেবে রয়েছেন স্পিনার সানজিত সাহা। ৯ থেকে ১১ আগস্ট তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলে ১২ তারিখে ঢাকায় ফিরবেন টাইগাররা।
আগামী ১৮ আগস্ট ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের। ২২ থেকে ২৩ আগস্ট ফতুল্লায় একটি দুইদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম টেস্ট মিরপুরে ২৭ থেকে ৩১ আগস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ৪ থেকে ৮ সেপ্টেম্বর।
চট্টগ্রামের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক সৌরভ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হেসেন, সানজামুল ইসলাম, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিস রায় চৌধুরি, লিটন কুমার দাস, তানবীর হয়দার, নাজমুল হাসান শান্ত, নাইম হাসান, সঞ্জিত সাহা ও সাকলাইন সজিব।
Discussion about this post