ব্যাটিং স্বর্গ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাটকীয়তা। শেষ দিনে এসে জমতে পারে চট্টগ্রাম টেস্ট। বুধবার শেষ বিকেলে এসে চমকই দেখালেন বোলাররা। বাংলাদেশের ৫৮ রানের লিডের পর চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা ২য় ইনিংসে তুলেছে ২ উইকেট হারিয়ে ৩৯ রান।
দিমুথ করুনারত্ন অপরাজিত ১৯ রানে। বাংলাদেশ এগিয়ে আছে ২৯ রানে। শেষদিনে বৃহস্পতিবার চটজলদি সফরকারীদের অলআউট করতে পারলে জয়ের একটা সম্ভাবনা থাকবে মুমিনুল হকদের।
অথচ তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দারুণ দুটি সেঞ্চুরির পরও বাংলাদেশকে বড় লিড নিতে দেয়নি শ্রীলঙ্কা। অবশ্য শেষ বেলায় দুই উইকেট তুলে এগিয়ে দল। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন লঙ্কানরা শেষ করেছে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলে।
৪৫ বলে ২ চারে ১৮ রানে অপরাজিত থেকে বুধবার দিন শেষ করেন দিমুথ করুনারত্নে। তাইজুল ইসলামের দুর্দান্ত এক ডেলিভারিতে নাইটওয়াচম্যান হিসেবে নামা লাসিথ এম্বুলদেনিয়া বোল্ড হতেই শেষ চতুর্থ দিনের খেলা। এর আগে ১০৫ করে দলকে এগিয়ে দেন মুশফিকুর রহিম। ৮৮ রানের ইনিংস খেলেন লিটন দাস। ১১৩ রানে থামেন তামিম ইকবাল। ১ম ইনিংসে ৪৬৫ রান তুলে বাংলাদেশ।
দিনটা মনে রাখার মতো ছিল মুশফিকের। সমালোচকদের তিনি জবাব দিলেন। শতরানে রাঙালেন চট্টগ্রাম টেস্টে। এই ইনিংস খেলার পথে রীতিমতো ইতিহাস গড়লেন মুশফিক। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রান ক্লাবে পা রাখলেন।
টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করে মুশফিক থামেন ১০৫ রানে। ২৮২ বল খেলে চার মারেন মাত্র চারটি। এটি তার ক্যারিয়ারের মন্থরতম শতক। তিন অঙ্কের জন্য ২৭০ বল খেলেন মুশফিক। এর আগে ২০১৭ সালে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ২৩৫ বল খেলে করা শতরানটি ছিল মুশফির মন্থরতম।
বুধবার সকালে ৫ হাজারি ক্লাবে পা রাখেন মুশফিক। টেস্টে যেখানে টাইগার ক্রিকেটে তিনিই প্রথম।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৩ ওভারে ৩৯৭/১০ (ম্যাথুজ ১৯৯, চান্দিমাল ৬৬, ডিকভেলা ৩, রমেশ ১, এম্বুলদেনিয়া ০, বিশ্ব ১৭*, আসিথা ১; শরিফুল ২০-৩-৫৫-০, খালেদ ১৬-১-৬৬-০, নাঈম ৩০-৪-১০৫-৬, তাইজুল ৪৮-১২-১০৭-১, সাকিব ৩৯-১২-৬০-৩)
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭০.১ ওভারে ৪৬৫/১০ (তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, সাকিব ২৬, নাঈম ৯, তাইজুল ২০, শরিফুল ৩ রিটায়ার্ড আউট, খালেদ ০*; বিশ্ব ৮-০-৪২-০, আসিথা ২৬-৪-৭২-৩, রমেশ ৪৫-১০-১১৯-০, এম্বুলদেনিয়া ৪৭-৯-১০৪-১, ধনঞ্জয়া ১৯-২-৪৮-১, রাজিথা ২৪.১-৬-৬০-৪, কুসল মেন্ডিস ১-০-৮-০)
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ১৭.১ ওভারে ৩৯/২ (ওশাদা ১৯, করুনারত্নে ১৮*, এম্বুলদেনিয়া ২; নাঈম ৯-৩-২১-০, খালেদ ১-০-৬-০, সাকিব ৬-৩-১২-০, তাইজুল ১.১-১-০-১)
# চট্টগ্রাম টেস্ট, ৪র্থ দিন শেষে
Discussion about this post