ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাওয়াশের মিশন। জিতলেই দল প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে ৩-০ ব্যবধানে। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এমনই দৃশ্যপটে টস ভাগ্য সঙ্গে থাকেনি তামিম ইকবালের। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ টস জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠালেন বাংলাদেশকে।
আগেই ইঙ্গিত ছিল সিরিজ জয়ী বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। তাই হয়েছে। দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন আর পেসার তাসকিন আহমেদ। তাদের জায়গা দিতেই বিশ্রামে রাখা হয়েছে এ সিরিজেই অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। প্রথম দুই ম্যাচে উইকেট না পাওয়া পেসার রুবেল হোসেনও জায়গা হারালেন একাদশে।
অন্যদিকে সোমবারের ওয়ানডেতে উইন্ডিজ দলেও দুটি পরিবর্তন। তৃতীয় ওয়ানডের একাদশে নেই জশুয়া ডি সিলভা ও আন্দ্রে ম্যাকার্থি। উইকেট কিপার জামার হ্যামিলটন ও কিয়ন হার্ডিং। চট্টগ্রামে অভিষেক হলো কিপার-ব্যাটসম্যান জামার হ্যামিল্টন ও পেসার কিওন হার্ডিংয়ের। সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয় ৬ ক্যারবীয় ক্রিকেটারের। পরের ম্যাচে একজনের। এবার আরও দুই।
এদিকে তৃতীয় ওয়ানডেতে দল থেকে বাদ পড়লেন জশুয়া দা সিলভা ও আন্দ্রে ম্যাককার্থি।
বাংলাদেশের পয়মন্ত ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬ মাস পর ফিরল আন্তর্জাতিক ক্রিকেট।
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ: জেসন মোহাম্মেদ, সুনিল আমব্রিস, এনক্রুমা বনার, জামার হ্যামিল্টন, রভম্যান পাওয়েল, কাইল মেয়ার্স, কেয়র্ন ওটলি, আলজারি জোসেফ, রেমন রিফার, কিওন হার্ডিং, আকিল হোসেইন।
Discussion about this post