ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাফল্যের আকাশে উড়ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রান বন্যায় প্রতিপক্ষ দলকে কোণঠাসা করে ৬ ম্যাচ খেলে জয় পাঁচটিতেই। কিন্তু সপ্তম ম্যাচে এসে হোঁচট খেল বন্দরনগরীর দলটি। বঙ্গবন্ধু বিপিএলে তাদের চমকে দিল রংপুর রেঞ্জার্স। যারা এই ম্যাচ খেলার আগে এক হালি হারের তিক্ত স্বাদ নিয়েছে। সেই রংপুরই হারিয়ে দিল চট্টগ্রামকে।
শনিবার রাতে বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রামের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে রংপুর রেঞ্জার্স। অনায়াস জয়। ৮ বল আগের দল জয়ের বন্দরে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসরা করেন ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান। জবাবে নেমে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে রংপুর পৌঁছে যায় লক্ষ্যে। দল পায় এবারের বিপিএলে প্রথম জয়।
যদিও জবাব দিতে নেমে উত্তরবঙ্গের দলটির শুরুটা ভাল ছিল না। দলের ৪ রানে আউট ওপেনার মোহাম্মদ নাঈম। তারপর ক্যামরুন ডেলপোর্ট (৪) ফিরলে সংগ্রহ দাঁড়ায় ১৯ রানে ২ উইকেট।
যদিও এরপরই কিছুটা পথ দেখান অধিনায়ক টম অ্যাবেল ২৪ বলে ২৪ করেন। তারপর লুইস গ্রেগরির ব্যাটে দল খুঁজে নেয় পথ। ফজলে মাহমুদও বেশ সঙ্গ দেন তাকে। এরমধ্যে গ্রেগরি ২৫ বলে তুলে নেন ফিফটি। আর দলকে জিতিয়ে ৩৭ বলে অপরাজিত থাকেন ৭৬ রানে। ফজলে মাহমুদও দুর্দান্ত, ২১ বলে ৩৮।
এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম এদিন শুরুতেই পথ হারায়। লেন্ডল সিমন্সকে আউট করেন মুস্তাফিজুর রহমান। নিজের শততম টি-টুয়েন্টিতে বেশ লড়াই করেন তিনি।দাদের দাপুটে বোলিংয়ের সামনে যা একটু লড়েন আভিস্কা ফার্নান্ডো। তার ব্যাট থেকে আসে ৪০ বলে ৭২।
৩৩ বলে হাফ-সেঞ্চুরি করেন আভিস্কা। ১৪ বলে ১৬ রানে আউট চাডউইক ওয়ালটন। মুক্তার আলি ৯ বলে ১২। ১৮ বলে ২০ রান করেন নুরুল হাসান সোহান। লিয়াম প্লাঙ্কেটের করেন ১২ বলে ১৭।
রংপুরের হয়ে মুস্তাফিজুর রহমান ও লুইস গ্রেগরি নেন দুটি করে উইকেট। তবে ম্যাচের সেরা গ্রেগরি।
সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৬৩/৭ (সিমন্স ০, ফার্নান্দো ৭২, ইমরুল ১০, ওয়ালটন ১৬, নাসির ৯, সোহান ২০, মুক্তার ১২, প্লাঙ্কেট ১৭*, রুবেল ২*; মুস্তাফিজ ৪-১-২৩-২, মুকিদুল ৪-০-৪২-১, গ্রেগোরি ৪-০-২৭-২, নবি ৪-০-৩৩-১, সঞ্জিত ৩-০-২৫-১, অ্যাবেল ১-০-১৩-০)
রংপুর রেঞ্জার্স: ১৮.৪ ওভারে ১৬৭/৪ (নাঈম ৪, দেলপোর্ত ৪, অ্যাবেল ২৪, সাদমান ১৬, গ্রেগোরি ৭৬*, মাহমুদ ৩৮*; রুবেল ৪-০-৩৭-২, মেহেদি রানা ৩-০-১৬-১, প্লানকেট ৪-০-৪৬-১, নাসুম ৪-০-২৩-০, মুক্তার ৩.৪-০-৪৩-০)
ফল: ৬ উইকেটে জয়ী রংপুর রেঞ্জার্স
ম্যাচসেরা: লুইস গ্রেগরি
Discussion about this post