ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগেই জানিয়েছিলেন বিদায় নিয়ে কোন লুকোছাপা করবেন না। ঘোষণা দিয়েই সরে দাঁড়াবেন ব্যাট-বলের জগত থেকে। তারপর শুরু করবেন নতুন ক্যারিয়ার। শুক্রবার ছুটির দিনে বিকেলে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়ে দিল, বিদায়ের সময় এসে গেছে। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন আব্দুর রাজ্জাক রাজ ও শাহরিয়ার নাফীস।
১৩ ফেব্রুয়ারি, শনিবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফীস আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন। এদিন দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানবেন তারা দু’জন।
অবশ্য দু’জনের আন্তর্জাতিক ক্রিকেট শেষই হয়ে গেছে। তারপরও ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত রেখেছিলেন নিজেদের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট আন্তর্জাতিক ক্যারিয়ারের রাজ্জাকের শেষ ম্যাচ। ৪ বছর পর দলে জায়গা পেয়ে অবশ্য ছিটকে যান তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে রাজ্জাক খেলেছেন স্বমহিমায়। ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচের সঙ্গে ২৮০টি লিস্ট এ ও ৯০টি টি-টুয়েন্টি খেলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট ৬৩৪টি। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে শীর্ষে আছেন ৩৮ বছর বয়সী এই স্পিনার।
২০১৩ সালে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে শাহরিয়ার নাফীসকে। সব মিলিয়ে ২৪ টেস্ট, ৭৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। তিনিও ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে।
অবসর ঘোষণার পরই রাজ্জাক-নাফীস যোগ দেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। রাজ্জাক হতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের তৃতীয় নির্বাচক। দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে কাজ করবেন এই তারকা ক্রিকেটার। নাফীসক্রিকেট অপরাশেন্স বিভাগেই যোগ দিতে পারেন।
Discussion about this post