শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশ ক্রিকেট দল চাইছে তাকে। নির্বাচকরা আশা করছেন তার আগে মানসিকতাও আগের মতো চাঙ্গা হয়ে উঠবে মুস্তাফিজুর রহমানের। তাইতো ভারতের বিপক্ষে এক মাত্র টেস্টের জন্য ঘোষিত দলে নেই কাটার মাস্টার। তবে নির্বাচকরা লঙ্গার ভার্সন ম্যাচে দেখে নিতে চাইছেন ফিজকে।
এর অংশ হিসেবেই বাংলাদেশ ক্রিকেট লিগে তাকে খেলানোর পরিকল্পনা করা হয়েছে।
এরইমধ্যে ঘরোয়া লিগে খেলার জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন মুস্তাফিজ। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে খেলতে শুক্রবার সিলেটে অনুশীলন করেন রহস্যময় এই বোলার।
জানা গেছে শনিবার ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে খেলতে পারেন কাটার মাস্টার। যা অনুষ্ঠিত হবে সিলেটে। মুস্তাফিজের পাশাপাশি। এদিন অনুশীলনে দেখা গেল জাতীয় দল থেকে বাদ পড়া আরেক করেন আরেক পেসার রুবেল হোসেন। তিনিও এখন ঘরোয়া ক্রিকেটে পরীক্ষা দেবেন।
বিশেষ করে নির্বাচকদের কথা অনুযায়ী মুস্তাফিজকে খেলানো হবে ৪ দিনের ম্যাচে। এখানে নিজেকে প্রমান দিতে পারলে ফের টেস্টে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেটের এই সম্পককে। অস্ত্রােপচারের পর অবশ্য এখনো নিজেকে সেভাবে খুঁজে পাননি ফিজ।
Discussion about this post