ছুটির দিন ফুরিয়ে এসেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেই নিজেদের মতো সময় কাটিয়েছেন। কিন্তু সোমবার থেকে বেশ কড়া নিয়মেই জীবনে ফিরতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডের ক্রিকেটারদের হোম কোয়ারেন্টাইনে প্রবেশ করেছেন। দুদিন ঘরবন্দি জীবন শেষে হোটেলে উঠবেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা।
স্কোয়াডে থাকা ক্রিকেটারদের জন্য দুই দি হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। দুই দিন ক্রিকেটাররা ঘরের বাইরে যেতে পারবে না। এই পালা শেষে ২৪ আগস্ট সকালে হোটেলে উঠবে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও দেশে ফিরবেন দুদিন পর। দলের সঙ্গে হোটেলে যোগ দেবেন এই তারকা।
২৪ আগষ্টই শহরে চলে আসার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। বাংলাদেশে তারা ১০ দিনে খেলবে ৫টি টি-টুয়েন্টি ম্যাচ। এই লড়াইয়ের জন্য ১৯ দিন জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের।
সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘দেখুন, টিম ম্যানেজমেন্টের সদস্যরা, ম্যাচ অফিসিয়ালরা এরা সবাই ২২, ২৩ আগস্ট হোম কোয়ারেন্টাইন শেষ করে হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন। ২২ ও ২৩ খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ অফিসিয়ালদের এক দফায় কোভিড টেস্ট হবে। টেস্টের রিপোর্টের ভিত্তিতে তারা হোটেলে প্রবেশ করবেন।’
৫ ম্যাচের সিরিজ খেলতে খেলোয়াড় আর স্টাফসহ মোট ২৬ সদস্যের দল আসবে নিউজিল্যান্ড। এরই মধ্যে ৫ জন ঢাকায় এসে পৌঁছেছেন।
১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি। পরের ম্যাচগুলো হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দল-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।
Discussion about this post