গত বছর গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে অংশ নিয়েছিল পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নির্বাচিত পাঁচ দল। সেই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স জিতে নেয় শিরোপা। তবে এরপর দেশের ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রত্যাশা পূরণ করতে না পেরে প্লে-অফ থেকেই বাদ পড়ে তারা।
এই ব্যর্থতার পর রংপুরের জিএসএলের পরবর্তী আসরে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সেই আশঙ্কা দূর করেছেন জিএসএল চেয়ারম্যান, কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড।
তিনি জানিয়েছেন, রংপুর রাইডার্সকে দ্বিতীয় আসরে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের উপস্থিতির জন্য অপেক্ষা করছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। লয়েড বলেন, ‘আমরা গতবারের চ্যাম্পিয়ন দলকে আবারও স্বাগত জানাতে পেরে আনন্দিত। রংপুর রাইডার্স গত বছর অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছে এবং তারা সত্যিকার অর্থেই যোগ্য বিজয়ী। গায়ানায় তাদের ফিরে আসার জন্য আমরা উদগ্রীব হয়ে অপেক্ষা করছি।’
জিএসএলের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১০ জুলাই গায়ানায় এবং চলবে ১৮ জুলাই পর্যন্ত। যদিও এখনো আসরের নির্দিষ্ট ভেন্যু ও দলের সংখ্যা নিশ্চিত করা হয়নি।
Discussion about this post