ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি যে তারকা কোচ সেটা সবারই জানা। গ্যারি কারস্টেন, নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ২০১১ বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন তিনি। দলকে এনে দেন ট্রফি। একইসঙ্গে তার কোচিংয়ে ভারত টেস্টে এক নম্বর দলও হয়। এরপর নিজ দেশ দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নিয়েও সফল। তাদের টেস্টে এক নম্বর করেন তিনি।
সেই আলোচিত কোচ কারস্টেনই বুধবার থাকছেন বাংলাদেশ জাতীয় দলের অনলাইন সভায়। টাইগার ক্রিকেটাররা পাবে তার টিপস।
জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর উদ্যোগেই কারস্টেনকে পাচ্ছেন মুশফিকরা। তার আমন্ত্রণেই বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন কারস্টেন।
গণমাধ্যমে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘দেখুন, এরমধ্যে আমরা সাত থেকে আটটা সভা করেছি। আমাদের কোচরা নিয়মিত সভায় অংশ নিয়েছেন। এবার গ্যারিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ক্রিকেটাররা কিছু উপদেশ নিতে চাইলে নিতে পারবে।’
দক্ষিণ আফ্রিকায় কারস্টেন প্রধান কোচ থাকার সময় তার সহকারী ছিলেন ডমিঙ্গো। তাদের সম্পর্কটা বেশ পুরনো। আবার বিসিবির সঙ্গেও তার সম্পর্কটা বেশ। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেও কাজ করেছেন বিশ্বকাপজয়ী কোচ কারস্টেন। সাবেক বাংলাদেশি কোচ স্টিভ রোডস বিসিবির চাকরি পান কারস্টেনের কথায়। বিসিবির পরামর্শক পদে কাজ করেছেন কারস্টেন।
Discussion about this post