ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
উপমহাদেশে প্রথমবার হতে যাচ্ছে গোলাপি বলের টেস্ট। যে লড়াইয়ে আগামী শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনে নামবে বাংলাদেশ-ভারত। তার আগে পশ্চিমবঙ্গের রাজধানী খ্যাত শহর সেজেছে গোলাপি রঙে। যার ছোঁয়া লেগেছে সবার মনে। তাদের মধ্যে রয়েছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। বুধবার তিনি বলেছেন, প্রথমবার হতে যাওয়া দিন-রাতের গোলাপি বলের টেস্ট নিয়ে রোমাঞ্চিত।
ভারতের মাটিতে হতে যাওয়া প্রথম দিবা-রাত্রির টেস্ট উদ্বোধনের সময় যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে সৌরভের। এরই মধ্যে বুধবার আসেন ম্যাচের ভেন্যু ইডেন গার্ডেন্সে। জানালেন, বাংলাদেশ ও ভারতের গোলাপি বলের ম্যাচ নিয়ে নিজের রোমাঞ্চের কথা।
ঘরের মাঠে প্রথম দিন-রাতের টেস্ট দেখতে মুখিয়ে কলকাতার দর্শকরা। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে প্রথম চার দিনের সব টিকেট! ইন্দোরে আগের টেস্টে বাংলাদেশ হেরেছে তিন দিনে। কলকাতায় বোলাররা পাবেন আরও বেশি সুবিধা, ম্যাচ শেষ হতে পারে আরও কম সময়ে। তবুও আগ্রহের কমতি নেই।
দিন-রাতের টেস্টের বড় সমর্থক গাঙ্গুলী। বিসিসিআই প্রধান হওয়ার পর প্রথম সিরিজেই নিজের দলকে রাজি করান গোলাপি বলে টেস্ট খেলতে। তার প্রস্তাবে রাজি হয় বাংলাদেশও, যারা এর আগে ফিরিয়ে দিয়েছিল নিউ জিল্যান্ডকে।
গোলাপি বলের ক্রিকেট সাড়া ফেলবে, অনুমান করতে পারছিলেন গাঙ্গুলী। তবে এতোটা হবে ভাবেননি তিনিও, ‘আমি রোমাঞ্চিত। চার দিনের সব টিকেট বিক্রি হযে গেছে। শেষ কবে আমরা দেখেছি, কোনো টেস্টে চার দিনের সব টিকেট বিক্রি হয়ে গেছে?’
ইডেন গার্ডেনে আগামি শুক্রবার দিন-রাতের গোলাপি বলের টেস্ট ঘন্টা বাড়িয়ে উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিমান থেকে ঝাঁপ দিয়ে দুই জন প্যারাট্রুপার মাঠে দুই অধিনায়ক বিরাট কোহলি ও মুমিনুল হকের হাতে তুলে দিবেন গোলাপি বল। এমন অসংখ্য আয়োজন আর চমকে ভরা থাকবে ইডেন টেস্টের প্রথম দিন। এদিকে লাঞ্চের সময়ে শচীন, গাভাস্কার, কপিল, রাহুল, অনিল সবার উপস্থিতিতে একটা টক শো হবে। চা-বিরতির সময় গলফ কার্টে করে সাবেক অধিনায়করা মাঠ প্রদক্ষিণ করবেন। মিউজিক পারফরম্যান্স থাকবে। এদিকে দিন শেষে সবার জন্য ফেলিসিটেশন থাকবে। রুনা লায়লার পারফরম্যান্স, জিৎ গাঙ্গুলীর পারফরম্যান্স, সৌমেন্দ্র, সৌরজিতের পারফরম্যান্স, প্রচুর ফাংশন থাকবে।
প্রথম দিন-রাতের টেস্ট সার্থক ও স্মরণীয় করে রাখতে চেষ্টার কোন কমতি রাখছেন না সৌরভ। এখন বাংলাদেশ ও ভারতের মধ্যেকার ঐতিহাসিক এ টেস্টের মাঠের লড়াই কতটুকু জমবে সেটাই দেখার অপেক্ষায় সবাই।
Discussion about this post