ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা মহামারির দুঃসময়ে স্থগিত ছিল এই আয়োজন। এবার সূচির সঙ্গে পাল্টে গেল ভেন্যু। কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি এবার হবে মালয়েশিয়ায়। আগামী ২৮ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে ছয় দলের ক্রিকেট লড়াই।
ক্রিকেট কানাডা ও বোম্বে স্পোর্টস কোম্পানি লিমিটেডের এই টুর্নামেন্টের এটি তৃতীয় আসর। ২০১৮ ও ২০১৯ সালে দুটি আসর হলেও গত বছর করোনার কারণে থমকে যায়। এবার উত্তর আমেরিকা থেকে এশিয়ায় নিয়ে আসা হলো টুর্নামেন্ট। কারণ কানাডায় ভ্রমণ জটিলতার কথা ভেবেছেন আয়োজকরা।
গ্লোবাল টি-টুয়েন্টিতে এর আগে খেলেছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, লাসিথ মালিঙ্গা, শহিদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাককালাম, শোয়েব মালিক, যুবরাজ সিং, স্টিভেন স্মিথ, কাইরন পোলার্ড, ডেভিড ওয়ার্নারের মতো বড় তারকারা। এবারও দেখা যেতে পারে তাদের।
কুয়ালালামপুরের কাছে কিনরারা ওভাল মাঠে ১৮ দিন চলবে লড়াই।
Discussion about this post