ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা আতঙ্কে স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন। তাইতো বেশিরভাগ ক্রীড়াবিদই এখন গৃহবন্ধী জীবন যাপন করছেন। তবে তারা বসে নেই। যে যার মতো করে সময় কাটাচ্ছেন টিভি সিরিজ দেখে বা টয়লেট রোল জাগল করে। এদিকে নিজেকে ফিট রাখতে ব্যস্ত মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, গৃহবন্দী অবস্থায় অলস বসে নেই তিনি। নিজেকে ফিট রাখার জন্য ট্রেডমিলে সমানে দৌড়ে চলেছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। সঙ্গে ক্যাপশন দিয়েছেন জীবনে উন্নতি করার সেই আদি ও অকৃত্রিম টোটকা, ‘কঠোর পরিশ্রম করে যাও।’
কয়েকদিন আগেও অবশ্য মুশফিক জানিয়েছিলেন, যা হোক কখনও ফিটনেসের সঙ্গে আপোস নয়। সেটাই ফেসবুকে এবার প্রমাণ দিয়েছেন তিনি। ‘সব দিক দিয়ে নিরাপদ থেকে এবং অন্যদের নিরাপদ রেখে মাঝেমধ্যে গিয়ে ইনডোরে ব্যাটিং করব। জিম এবং রানিংও করব ইনশা আল্লাহ।’ ফিট থাকার প্রশ্নে নিজেকে যে বিন্দুমাত্রও ছাড় দেবেন না, সেটিও বলেছিলেন মুশফিক, ‘অন্যরা কী করবে জানি না, তবে আমি নিজে এটা (নিজেকে ফিট রাখা) করব।’
কবে আবার খেলা মাঠে গড়াবে তা কেউ জানে না। তবে একদিন সব স্বাভাবিক অবস্থায় ফিরবে। এ বিশ্বাস আছে সবাই। তাইতো ফিটনেস ধরা রাখাকেই এখন সবাই দিচ্ছেন অধিক গুরুত্ব। যে কারণে কয়েকদিন আগেই রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস ঠিক এমনভাবেই নিজের একটা ভিডিও পোস্ট করেছিলেন। গৃহবন্দী অবস্থায় একাগ্রচিত্তে ট্রেডমিলে দৌড়ে যাচ্ছেন তিনি। সে পথেই এবার হাঁটলেন মুশফিক। আসলে যে অবস্থা, এছাড়া তো কিছু করারও নেই ক্রীড়াবিদদের।
Discussion about this post