৩৪ ওভারে ২০৬ রানের বড় টার্গেট দিয়েও কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে জেতা হল না শেখ জামালের। শনিবার রিজার্ভ ডে’তে তাদের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। বগুড়ায় খেলাঘর সমাজ কল্যান ও ক্রিকেট কোচিং স্কুলের ম্যাচটিও গড়ায় রিজার্ভ ডে’তে। শনিবার সেই লড়াইয়ে ৪৫ রানে জিতেছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।
এর আগে শুক্রবার বিকেএসতি বৃষ্টির দাপটে ম্যাচ শুরুই হয় দুপুর ১২টায়। ৫০ ওভার থেকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এই ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হল ৩৪ ওভারে। ৩৪ ওভারের পুরোটাই ব্যাট করল শেখ জামাল। ৮ উইকেটে তুলল ২০৫ রান। কিন্তু বৃষ্টির জন্য শুক্রবার কলাবাগান ক্রিকেট একাডেমি ব্যাট করতে নামার সুযোগই পেল না।
বিকেএসপিতে আফগানিস্তানের গুলবাদিন নাইব অপরাজিত রইলেন ৯৯ রানে। মাত্র ৬৮ বলে অপরাজিত ৯৯। ৮ ছক্কা ও ৬ বাউন্ডারি। শেখ জামালের ২০৫ রানের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ অধিনায়ক তুষার ইমরানের ৩৯ রান। ২০৫ রানের মতো বড় সংগ্রহ গড়েও ম্যাচটা জিততে পারেনি শেখ জামাল।
শনিবার রিজার্ভ ডে’তে ৩২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছেঁ যায় কলাবাগান ক্রিকেট একাডেমি। ৯১ বলে ৯৩ রান করেন হ্যামিলটন মাসাকাদজা। আবুল মজিদের ব্যাট থেকে আসে ৫৯।
সংক্ষিপ্ত স্কোর : শেখ জামাল: ৩৪ ওভারে ২০৫/৮ ( মুনাবীরা ৩০, তুষার ৩৯, নায়েব ৯৯*, সানি ১৬; সাব্বির ৩/৪৩, অপু ১/৪২, মাকসুদুল ২/৩০, শরীফউল্লাহ ২/৩৫,)। কলাবাগান একাডেমি: ৩২.৩ ওভারে ২০৬/৪ (মিজানুর ১৯, মাসাকাদজা ৯৩, মজিদ ৫৯*; শফিউল ২/৪৬, সানি ২/২৯)।
ফল: কলাবাগান একাডেমি ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: হ্যামিল্টন মাসাকাদজা।
শনিবার রিজার্ভ ডেতে জয়ের জন্য ৪০ ওভারে খেলাঘর সমাজ কল্যানের লক্ষ্য ছিল ২১৮ রান। কিন্তু নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তারা করে ১৭২ রান।
দেশের অন্য প্রান্তের মতো শুক্রবার বগুড়ায় সকালে বৃষ্টি ছিল না। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এই ম্যাচ ঠিক সকাল ৯টায় শুরু হয়। কিন্তু এরপর বৃস্টির জন্য সবমিলিয়ে খেলা থামল তিনবার। মাঠে গড়াল ম্যাচের মাত্র ২৪.১ ওভার। বৃষ্টির কারণে এই ম্যাচ ৫০ ওভার থেকে কমিয়ে আনা হয়েছে ৪০ ওভারে। সিসিএস শেষ পর্যন্ত তারা ৪০ ওভারে তুলে ২১৩ রান। শনিবার ডাকওয়াথ/ লুইস ম্যাথডে খেলাঘরের লক্ষ্য দাড়ায় ২১৮ রান। কিন্তু সেই লক্ষ্য পুরন টার্গেট পুরন করা হয়নি তাদের।
সংক্ষিপ্ত স্কোর : সিসিএস: ৪০ ওভারে ২১৩/৯ ( আসিফ ৩২, মাহারুফ ৫৭, মিলন ২১; আরিফুল ১/৪১, ফয়সাল ৪/৪৫, সালাউদ্দিন ১/২২)। খেলাঘর: ৪০ ওভারে ১৭২/৭ (গাজী সালাউদ্দিন ২৭, ফয়সাল ৩১, ফোরকান ২৯*, নিজামউদ্দিন ২৭*; আসিফ ২/৩২, বিশ্বনাথ ১/৩০, অমিত ৩/১৭)।
ফল: সিসিএস ৪৫ রানে জয়ী (ডি/এল পদ্ধতিতে)
ফতুল্লায় ২৫ ওভারের ম্যাচে কলাবাগান ক্রীড়াচক্রের ১৪৮/৫-এর জবাবে ব্রাদার্স ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৬ রান করার পর খেলা হয়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়।
Discussion about this post