ঢাকায় সাইকেল চালানোর জন্য আলাদা লেনের আবেদন করেছেন তারা অনেক আগেই। এবার তাদের সেই দাবীটা যেন তীব্র হল আরো। গত বিজয় দিবসে এক সারিতে সহস্রাধিক সাইকেল চালিয়ে রীতিমতো রেকর্ড গড়লেন বাংলাদেশের সাইক্লিস্টরা। তাদের সেই রেকর্ডের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
বাংলাদেশের অন্যতম প্রধান সাইক্লিং কমিউনিটি বিডিসাইক্লিস্টস গত ১৬ ডিসেম্বর এই প্রতিযোগিতার আয়োজন করেছিল।এক সারিতে এক হাজার ১৮৬ জন সাইকেল চালিয়ে ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি’ তৈরির রেকর্ড গড়েন তারা। পূর্বাচলের তিনশ ফিটে গিয়ে ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি’ তৈরি করেন।
এর আগে এই রেকর্ড ছিল বসনিয়া-হার্জেগোভিনার। ২০১৫ সালে বসনিয়ান সাইক্লিং ফেডারেশান প্রায় ২০টি দেশের সাইক্লিস্টদের নিয়ে এই রেকর্ড গড়ে।
Discussion about this post