দলের ক্রিকেটাররা যখন দুবাইয়ের পথে তখন তিনি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। অবশ্য আগেই ছুটি নিয়েছেন ক্রিকেট বোর্ড থেকে। ক্রিকেটের সঙ্গে থাকবেন বলেই নাম লেখান ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল)। তবে সেখানে মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে অবশ্য সাফল্য পাননি সাকিব আল হাসান। কিন্তু জয় পেয়েছে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
সিপিএলে নতুন দলে অভিষেক ম্যাচে ব্যাট হাতে ভাল করা হয়নি সাকিবের। চার নম্বরে ব্যাটিংয়ের নেমে আউট প্রথম বলেই। বল হাতে তিনি প্রথম বলে ছক্কা। সাকিব বোলিংয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১টি উইকেট।
তার এমন ম্যাচে অবশ্য গায়ানা ১২ রানে হারিয়েছে সাকিবের পুরনো দল জ্যামাইকা তালাওয়াহসকে। গায়ানার এটি সপ্তম ম্যাচে দ্বিতীয় জয়। মানে সাকিব যোগ দিতেই ছন্দে ফিরল দলটি।
সিপিএলে সাকিব এর আগে খেলেছেন বারবাডোজ ট্রাইডেন্টস ও জ্যামাইকা তালাওয়াহসে। এবার খেলছেন গায়ানায়।
সাকিবকে ছাড়াই এখন সংযুক্ত আরব আমিরাতের পথে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে নুরুল হাসান সোহানের নেতৃত্বে আমিরাত দলের সঙ্গে দুটি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বে দুবাইয়ে গেল দল। সেখানে ২৫ অক্টোবরে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি ২৭ অক্টোবর। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
Discussion about this post