মোহাম্মদ লুৎফর রহমান বাদলকে সভাপতি ও রিচার্ড ডি-রোজারিওকে সাধারন সম্পাদক করে ২০১৩-১৪ মৌসুমের জন্য প্রিমিয়ার ক্রিকেট লিগের দল গাজী ট্যাংক ক্রিকেটার্সের (লিজেন্ডস অব রুপগঞ্জ) ১৬ সদস্যের কার্য-নির্বাহী পরিষদ গত রোববার গঠন করা হয়েছে। কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে থাকছেন রিয়াদ রহমান, হুমায়ুন কবির, জিএম খোকন খান, মঞ্জুরুল করিম রনি, সুলাইমান রুবেল, আবু বকর সিদ্দিকী ও আল হাসিব জামাল।
যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন- তারিকুল ইসলাম টিটু, আবু সাইদ আবদুল্লাহ, আসিফ হাসান এবং আহমেদ ইমন ইকবাল। সমন্বয়কারীর দ্বায়িত্বপালন করবেন শেখ সাজিদ এবং মাজাহারুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- আহমেদ ইকবাল হাসান, জিয়াউল হাসান, রাকিব হায়দার পাভেল, সাব্বির আহমেদ রুবেল, মনিরুল ইসলাম, শরীফুল ইসলাম, আন্দালীব ইসলাম, কৌশক হোসেন তাপস, নাজমুর হোসেন মুস্তাক, বেলায়েত হোসেন, আশফাক উদ্দিন আহম্মেদ, আশরাফুল হক, শাহ মোঃ আমিরুজ্জামান, সাইফুল ইসলাম এবং হুমায়ুন কবির।
এদিকে প্রিমিয়ার ক্রিকেট লিগের দল গাজী ট্যাংক ক্রিকেটার্সের এ মৌসুমের জন্য অধিনায়ক হলেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার নতুন অধিনায়কের হাতে জার্সি তুলে দেন স্যাটালাইট চ্যানেল এনটিভির চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলী ও ক্লাবটির চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান বাদল। মাহমুদুল্লাহর ডেপুটি করা হয়েছে জাতীয় দলের আরেক ক্রিকেটার ইমরুল কায়েসকে।
মঙ্গলবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যান সমিতির বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লিগ শুরু করবে গাজী ট্যাংক ক্রিকেটার্স।
দল-
মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আরাফাত সানি, নাঈম ইসলাম জুনিয়র, নূর হোসেন মুন্না, রকিবুল হাসান, হামিদুল ইসলাম হিমেল, রুবেল হোসেন, আফতাব আহমেদ, মোহাম্মদ শহীদ, আনোয়ার হোসেন, শেখ তারিকুজ্জামান, কাজী রিয়াজুল ইসলাম কাজল, ইমন আহমেদ, স্কট স্টাইরিস এবং কৌশল্য ওয়ারত্নে।
Discussion about this post