প্রস্তুতি পর্ব শেষ। মঙ্গলবার গলে শুরু হচ্ছে আসল লড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে টেস্টের প্রথম দিনের খেলা।
এমনিতেই টেস্টের অভিজাত আঙিনায় বাংলাদেশের সাফল্য তেমন একটা আহামরি নয়। সংগ্রাম করতেই কেটে যাচ্ছে সময়। ঠিক তেমনই লঙ্কানদের বিপক্ষেও নৈপুন্যটা সাদামাটা। টেস্টে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে ১৬ বার। যারমধ্যে টাইগাররা হেরেছে ১৪টিতে। বাকি দুটি ম্যাচ ড্র!
সোমবারই টেস্টে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজকে। তবে এই সিরিজ যখন মাঠে গড়াবে তখন ইতিহাসের পাতা থেকে উঠে আসবেন মোহাম্মদ আশরাফুল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। ১৩টি টেস্ট খেলেছেন লঙ্কানদের বিপক্ষে। পাঁচ সেঞ্চুরিতে ৪৫.৪১ গড়ে সংগ্রহ করেন ১০৯০ রান। এই ব্যাটসম্যানটি অবশ্য এখন আছেন জাতীয় দলের বাইরে। ম্যাচগড়াপেটায় জড়িয়ে নিষিদ্ধ ছিলেন বেশ কয়েকবছর। তবে ফেরার লড়াই শুরু করেছেন এই সাবেক অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন নিয়মিত।
শ্রীলঙ্কানদের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি উইকেট শাহাদাত হোসেন রাজীবের। নিয়েছেন ২৪ উইকেট। ২০ উইকেট নিয়ে এরপরই সাকিব আল হাসান। গলে টাইগারদের সঙ্গে আছেন এই স্পিনারও।
হিসেব-নিকেশে পিছিয়ে থাকলেও এবার স্বাগতিকদের চ্যালেঞ্জ জানাতে তৈরি বাংলাদেশ। প্রস্তুতির কোন ঘাটতি নেই। সেরা দলটি নিয়েই মুশফিক লড়বেন রঙ্গনা হেরাথদের।
Discussion about this post