ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগেই জানিয়েছিলেন টি-টুয়েন্টি সিরিজে খেলবেন না তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ থেকে। তার পথ ধরেই ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরলেন তামিম ইকবাল।তার সঙ্গে দেশে ফিরে এসেছেন পেসার হাসান মাহমুদও। তিনি ফিরলেন পিঠের চোটের কাছে হার মেনে।
গত রোববার রাত ১১টার দিকে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছেন তামিম-মাহমুদ। এর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত শনিবার এক বিজ্ঞপ্তিতে তাদের ফিরে আসার খবর নিশ্চিত করেছিল। এরপরই ওয়ানডে সিরিজ শেষ করে বাংলাদেশগামী বিমান ধরেন তামিম-হাসান।
রোববার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তামিম-মাহমুদ। বিমানবন্দরে উপস্থিত ছিলেন গণমাধ্যমের মুখোমুখি হননি তারা। দুজন দুটো গাড়িতে করে ছাড়েন বিমান বন্দর। তাদের রিসিভ করেন বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান।
এই দুই ক্রিকেটে এর আগে ২৩ ফেব্রুয়ারি দলের সঙ্গে দেশ ছাড়েন। নিউজিল্যান্ডে পা রেখে ১৪ দিনের কোয়ারেন্টাইনের পর ৫ দিনের অনুশীলন ক্যাম্পেও ছিলেন। ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া তামিম জানান, ব্যক্তিগত কারণে টি-টুয়েন্টি সিরিজ খেলবেন না। হাসান প্রথম ওয়ানডে খেলতে নেমে পিঠে ব্যথা পান তিনি। পরের দুই ম্যাচে ফিরতে পারেননি তিনি। এ কারণেই দেশে ফিরলেন হাসান।
Discussion about this post