চোটে এশিয়া কাপ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে। এবার সেই একই কারণে আফগানিস্তানের বিপক্ষে শুরু হওয়া টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। বুধবার রাতে ঢাকায় ফেরার পর গণমাধ্যমের সামনে লিটনের কণ্ঠে ঝরল হতাশা ও আক্ষেপের সুর।
লিটনের আক্ষেপ, ভারত-পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে এশিয়া কাপে মাঠে নামার সুযোগ পাননি তিনি। লিটন বলেন, ‘এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচগুলো বিগ ম্যাচ। ছোটবেলা থেকেই এগুলো দেখেছি। বড় দলের বিপক্ষে খেলতে পারিনি, খেলতে পারলে ভালো লাগত।’
দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে লিটনের খোলামেলা মন্তব্য, ‘প্রথম কয়েকটা ম্যাচে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। ভারতের স্পিন খুব ভালো ছিল, আমরা মানিয়ে নিতে পারিনি। পাকিস্তানের বিপক্ষেও টার্গেট চেজ করার মতো বিশ্বাস ছিল। কিন্তু ব্যাটার হিসেবে ব্যর্থ হয়েছি।’
ইনজুরি থেকে সেরে ওঠাই এখন লিটনের প্রধান কাজ। তিনি বলেন, ‘এখন আগে রিকভারি করতে হবে। সামনে সিরিজগুলো চ্যালেঞ্জিং হবে। বড় মঞ্চে পারফরম্যান্স সবসময় আলাদা বুস্টআপ করে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দলে অভিজ্ঞ ক্রিকেটারদের প্রয়োজনীয়তার কথা বললেন লিটন, ‘বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা খুব দরকার। নিয়মিত যারা খেলবে, তাদের জন্য পারফরম্যান্স সহজ হয়। তাই দলে সিনিয়রদের উপস্থিতি জরুরি।’
এশিয়া কাপে ব্যর্থতার পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ছিলেন লিটন। দেশে ফিরে আবারও বললেন, ‘আমরা সবসময় চেষ্টা করেছি, কষ্ট করেছি। হয়তো মুখে হাসি ফুটাতে পারিনি। তবে আশা করছি সামনে আমরা সেটা পূরণ করতে পারব।’
Discussion about this post