দক্ষিণবঙ্গের শহর খুলনা সেজে প্রস্তুত। বৃহস্পতিবার রাত থেকেই শহরটিতে শুরু হয়ে গেছে ক্রিকেটকে ঘিরে উš§াদনা। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় ইউএস-বাংলার বিমানে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে ক্রিকেট দল যশোর বিমানবন্দরে পৌঁছান। পরে বিশেষ নিরাপত্তার তাদের নিয়ে তিনটি বিলাসবহুল বাস চলে যায় খুলনায়।
এইতো ৩ নভেম্বর থেকে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ঢাকায় প্রথম টেস্ট জিতে ৩ ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে আছে মুশফিকুর রহীমের দল। যদিও দলের সেই জয়ে স্বস্তি ছিল না। মাত্র ১০১ রান লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে কোনরকমে ৩ উইকেটে জিতে স্বাগতিকরা।
সবকিছু ঠিক থাকলে শুক্রবারই দুই দল অনুশীলনে নামবে। তাইজুল ইসলাম আর তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা থাকলেও তা কেটে গেছে। ঢাকায় হাতে চোট পেয়েছিলেন তামিম। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে হঠাৎ চোট পান জাতীয় দলের এই ওপেনার। ডানহাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পেলেন তামিম। তবে তার চোট খুব গুরুতর নয়।
অন্যদিকে তাইজুলের জন্ডিসের যে গুঞ্জন ছড়িয়েছিল তা মিথ্যে বলে প্রমানিত হয়েছে।
Discussion about this post