ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় দলে নেই সেই ২০১৬ সাল থেকেই। এরপর ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই নিজেকে ব্যস্ত রেখেছেন শেন ওয়াটসন। অবশ্য গত এপ্রিলে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগকেও বিদায় জানিয়েছেন এই অলরাউন্ডার। তবে বিদেশি লিগে খেলছেন ওয়াটসন। তার পথ ধরে ডিসেম্বরে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেখা যাবে এই অজি তারকাকে। তার সঙ্গে চুক্তি করেছে খুলনা টাইটানস।
ওয়াটসনকে পেয়ে দারুণ খুশি খুলনা টাইটানস। একইভাবে খুলনায় নাম লিখিয়ে রোমাঞ্চিত ওয়াটসন। বিশ্বকাপ জয়ী এই তারকা জানাচ্ছিলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী মৌসুমে খুলনা টাইটানসে যোগ দিতে পেরে ভীষণ রোমাঞ্চিত লাগছে। বিপিএলে এমন টুর্নামেন্ট যেখানে আমি সব সময় খেলতে চেয়েছি আর এখন শেষ পর্যন্ত সুযোগ পেলাম। বাংলাদেশের স্থানীয় ও বিদেশি মিলিয়ে অনেক ভালো ক্রিকেটার বিপিএলে খেলছে, তাই এর অংশ হতে পারা বিশেষ কিছুই হতে যাচ্ছে আমার জন্য।’
বিপিএলের গেল ছয় আসরে খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি খুলনা। এবার ট্রফিতে চোখ। ওয়াটসন যোগ দিয়েই জানালেন, ‘বাংলাদেশের অবিশ্বাস্য ক্রিকেটপ্রেমী দর্শকদের সামনে আবারও খেলার সুযোগ পাব। খুলনা টাইটানসের কোচিং ও ব্যবস্থাপকেরা মিলে দুর্দান্ত একটি দল গড়ার চেষ্টা করছেন। আশা করি শিরোপা জিততে পারব।’
২০১৭ মৌসুমের বিপিএলে ঢাকা ডায়নামাইটসে খেলার কথা ছিল ওয়াটসনের। কিন্তু চোটের কারণে দেখা যায়নি তাকে।
Discussion about this post