ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুই দল যেন দুই পথে যাত্রা করেছে। এক দল উড়ছে জয়ের ছন্দে। আরেক দল জিততেই যেন ভুলে গেল! এমন লড়াইয়ে শফিউল ইসলাম আর মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিংয়ে এগিয়ে গেল দল তারপর রাইলি রুশোর ব্যাটে ঝড়। দাপুটে খুলনাকে হারের তিক্ত স্বাদ দিতে পারেনি রংপুর রেঞ্জার্স।
বঙ্গবন্ধু বিপিএলে রংপুরকে ৮ উইকেটে হারাল খুলনা টাইগার্স। চট্টগ্রামে শুক্রবার ছুটির দিনে রংপুরকে ১৩৭ রানে আটকে রাখে খুলনা। এরপর দল ৪৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে।
টুর্নামেন্টে এটি খুলনার টানা তৃতীয় জয়। উল্টোদিকে চার ম্যাচ খেলে প্রতিটিতেই হারল রংপুর।
ছুটির দিনে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ব্যাটিং উইকেটে ফ্লপ রংপুর। ৪ ওভারে ১টি মেডেনসহ ২১ রানে ৩ উইকেট তুলেন শফিউল। আর দলের পাকিস্তানি রিক্রুট আমির ২৪ রানে তুলে নেন দুই উইকেট।
অল্প পুঁজির নিয়ে লড়তে পারেনি রংপুর। একাই দৃশ্যপট পাল্টে দেন রাইলি রুশো। ম্যাচে ৩১ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন এই দক্ষিণ আফ্রিকান। পাওয়ার প্লের ৬ ওভারে তারা নেয় ৮৩ রান। ২২ বলে ৩৭ রান করে গুরবাজ।
২৩ বলে ফিফটি করেন রুশো। শেষ অব্দি থামেন চার ও ২ ছক্কায় ৬৬ রানে। তবে ম্যাচের সেরা শফিউল।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রেঞ্জার্স: ২০ ওভারে ১৩৭/৯ (শাহজাদ ১১, নাঈম ৪৯, দেলপোর্ত ৪, নাদিফ ০, ফজলে মাহমুদ ৪২, নবি ৪, গ্রেগোরি ২২, তাসকিন ২, মুস্তাফিজ ০, সানি ১*; আমির ৪-০-২৪-২, ফ্রাইলিঙ্ক ১-০-৯-০, মিরাজ ৪-০-২৫-০, শফিউল ৪-১-২১-৩, শহিদুল ৩-০-৩২-২, রবিউল ৪-০-২৫-০)।
খুলনা টাইগার্স: ১২.৩ ওভারে ১৩৮/২ (গুরবাজ ৩৭, শান্ত ১, রুশো ৬৬*, মুশফিক ১৭*; মুস্তাফিজ ২-০-১৮-১, মুকিদুল ৩-০-২৮-১, নবি ২-০-২১-০, সানি ২.৩-০-২৮-০, তাসকিন ৩-০-৩৯-০)।
ফল: খুলনা টাইগার্স ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শফিউল ইসলাম
Discussion about this post