ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুর্দান্ত ক্রিকেটের পসরা সাজিয়ে ঢাকা ডায়নামাইটস তুলে নিয়েছে আরেকটি জয়। প্রতিপক্ষ টাইটানসকে রীতিমতো উড়িয়ে দিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। ম্যাচে জয়ের নায়ক দলটির আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই। দ্বিতীয়বার ম্যাচ সেরা তিনি।
মঙ্গলবার মিরপুরের হোম অব ক্রিকেটে খুলনা টাইটানসকে তারা হারাল ১০৫ রানে। বিপিএলে এটি ঢাকার সবচেয়ে বড় জয়। আর টুর্নামেন্টের ইতিহাসে এটি সব মিলিয়ে দ্বিতীয় সেরা সর্বোচ্চ ব্যবধানে জয়।
এবারের বিপিএলে প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ৮৩ রানে উড়িয়ে দিয়েছিল ঢাকা।
মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ডায়নামাইটস তুলে ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রান। জবাব দিতে নেমে মাত্র ৮৭ রানে অলআউট খুলনা।
এই ম্যাচেও ব্যাট হাতে দাপট দেখালেন জাজাই। শুরুতে প্রাণ পেয়ে ষোল আনা উসুল করলেন এই আফগান। ১২ রানে জীবন পেয়ে চার-ছক্কার ঝড় বইয়ে দেন তিনি। সঙ্গে সুনিল নারাইনও ছিলেন খুনে মেজাজে। ৫ ওভারে ঢাকা করে ৬৭ রান। ১৪ বলে ২৯ রান করে ফিরেন নারাইন। ৮.৫ ওভারে ঢাকা করে ১০০ রান।
২৫ বলে ৫০ করেন জাজাই। ৫ ছক্কায় ৩৬ বলে ৫৭ রান করে সাজঘরে ফিরেন তিনি। ৩ ছক্কায় আন্দ্রে রাসেল তুলেন ২৫ রান। কাইরন পোলার্ড ১৬ বলে ২৭।
জবাব দিতে নেমে যা একটু লড়লেন জুনায়েদ সিদ্দিক। ৩ ছক্কায় ১৬ বলে ৩১ রান করেন তিনি। অন্যরা ঢাকার বোলিং আক্রমনের সামনে দাঁড়াতেই পারলেন না।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৯২/৬ (জাজাই ৫৭, নারাইন ১৯, রনি ২৮, সাকিব ০, পোলার্ড ২৭, রাসেল ২৫, শুভাগত ১১*, সোহান ৯*; ডেভিড ভিসা ২/২৪, স্টার্র্লিং ২/২, আলী খান ১/২৬)।
খুলনা টাইটানস: ১৩ ওভারে ৮৭ (স্টার্লিং ১, জুনায়েদ ৩১, জহুরুল ১, মাহমুদউল্লাহ ৮, শান্ত ১৩, আরিফুল ১৯*, ভিসা ৬, তাইজুল ২, শরিফুল ০, জহির ০, আলি (আহত অনপস্থিত); সাকিব ৩/১৮, নারিন ২/২০, শুভাগত ১/৪, মোহর শেখ ১/১৩)।
ফল: ঢাকা ডায়নামাইটস ১০৫ রানে জয়ী
ম্যাচসেরা: হজরতউল্লাহ জাজাই
Discussion about this post