সিলেটে প্রথম আনঅফিশিয়াল টেস্টের দ্বিতীয় দিনটা আজ শুরু হয়েছিল খালেদ আহমেদের আগুনে বোলিংয়ে। শেষটা হয়েছে নুরুল হাসান সোহানের ব্যাট হাতে একাকী লড়াইয়ে। দিন শেষে ম্যাচের দৃশ্য-বাংলাদেশ ‘এ’ দল এখনও পিছিয়ে ৭ রানে, হাতে মাত্র দুটি উইকেট।
নিউজিল্যান্ড ‘এ’ দল দ্বিতীয় দিন শুরু করেছিল ৮ উইকেটে ২২৬ রান নিয়ে। দ্রুত শেষ দুই ব্যাটারকে ফিরিয়ে দিয়ে খালেদ ইনিংসের ফাইনাল টাচ দেন। ৯৬ রানে ৬ উইকেট-সিলেটের সকালে খালেদের এ কীর্তি বাংলাদেশের পেস আক্রমণকে করেছে মুখর। কিন্তু শুরুটা যতটা সুশোভিত ছিল, ব্যাটিং শুরু হয় ততটাই ধ্বংসস্তূপ দিয়ে। একে একে ফিরে যান জাকির হাসান (১২), এনামুল হক বিজয় (২৪), মাহমুদুল হাসান জয় (১৮) ও অমিত হাসান (২৫)। শুরুতে ছোট ছোট ইনিংস হলেও কেউ পারেননি দাঁড়িয়ে যেতে।
এরপর অধিনায়ক নুরুল হাসান ও মাহিদুল ইসলাম অনিক গড়েন ১৩২ রানের দুর্দান্ত এক জুটি। মাহিদুল খেলেন ২৫ রানের ধৈর্য্যধারী ইনিংস। আর নুরুল দেখিয়েছেন কীভাবে বিপদের মধ্যেও প্রতিপক্ষকে চাপে রাখা যায়-মাত্র ৮৮ বলে ১০৭ রান, মারেন ১১টি চার আর ৫টি ছক্কা।
কিন্তু একবার এই জুটি ভাঙতেই ফের শুরু হয় ধস। ৩০ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ‘এ’। শেষ বিকেলে হাসান মুরাদ ও ইবাদত হোসেন অবশ্য আর উইকেট হারাননি।
দিন শেষে স্কোরবোর্ড বলছে-২৪৯/৮, নিউজিল্যান্ড ‘এ’-র চেয়ে ৭ রান পিছিয়ে। হাতে বাকি ২ উইকেট। তৃতীয় দিন শুরু করবেন মুরাদ (১৩*) ও ইবাদত (১*)।
Discussion about this post