নাটকীয়তায় মোড়ানো এক ম্যাচ। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো বলছে গত ১২ মাসের সেরা ম্যাচ এটি। সেই লড়াইয়ে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে নিদহাস ট্রফির ফাইনালে উঠে গেল বাংলাদেশ।
অবশ্য তার আগে শেষ ওভারে দারুণ উত্তাপ ছড়িয়ে যায়। এমন কী ম্যাচটা বয়কটের পথেই হাটছিল টাইগাররা। ইনিংসের শেষ ওভারে প্রথম দুই বলেই দুটি বাউন্সার। একটিও ওয়াইড দেন নি শ্রীলঙ্কান আম্পায়ার! তার মধ্যে দ্বিতীয় বলে রান আউট মুস্তাফিজুর রহমান। এ দফায় নো-বল না দেয়ায় রেগে উঠে সাকিব। কেননা, তখন যে ৪ বলে দরকার ১২ রান।
তখন মাহমুদউল্লাহ উত্তেজিত কণ্ঠে কথা বলেন আম্পায়ারদের সঙ্গে। আর মাঠের বাইরে দাঁড়িয়ে দলকে চলে আসতে বলেন সাকিব। শেষ ওভারে আম্পায়ারের এমন সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলতেই থাকে।
তবে শেষ পর্যন্ত উত্তেজনা থামে। রাগ নিয়ে ড্রেসিং রুমে চলে যান ইনজুরি থেকে সেরে উঠে দলকে নেতৃত্ব দেয়া সাকিব। আর মাহমুদউল্লাহ ক্রিজে দাঁড়ান। তারপর লিখেন রোমাঞ্চ। তৃতীয় বলে বাউন্ডারি। পরের বলে দুই আর ওভারের পঞ্চমে বলে ছক্কা!
আর এভাবেই লঙ্কা বধে টাইগাররা পেয়ে যায় ফাইনালের টিকিট। কিন্তু মাঠ ছাড়লে ফাইনালেই খেলা হতো টাইগারদের। জয়ী ঘোষণা করা হতো লঙ্কানদের। আর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন দেখা দিত।
Discussion about this post