বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তার মধ্যেই আর্থিক দিকটি নিয়ে বিসিবির অবস্থান একেবারে পরিষ্কার করে দিলেন বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলাম। তার ভাষায়, বিশ্বকাপে অংশগ্রহণ না করলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয়, বরং ক্রিকেটাররাই। তাই এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।
বুধবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল ইসলাম। ভারতের সঙ্গে টানাপোড়েনের কারণে বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বোর্ডের আর্থিক ক্ষতি হবে কি না-এমন প্রশ্নের উত্তরে তিনি বোর্ডকে এই হিসাবের বাইরে রাখেন। তার বক্তব্যে বোঝা যায়, এই বিশ্বকাপকে কেন্দ্র করে বিসিবির আর্থিক ঝুঁকি নেই।
নাজমুল বলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’
ক্ষতিপূরণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে নাজমুল বরং ক্রিকেটারদের দায়বদ্ধতার প্রসঙ্গ টেনে আনেন। তার যুক্তি, প্রত্যাশিত পারফরম্যান্স না এলেও যখন ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তখন বিশ্বকাপ না খেললে ক্ষতিপূরণের দাবি যুক্তিসংগত নয়। এ বিষয়ে তিনি বলেন, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’
নিজের বক্তব্য আরও জোরালো করতে গিয়ে তিনি বলেন, ‘এই প্রশ্ন তুলতেই পারবে না। কারণ হচ্ছে, আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত একটাও বৈশ্বিক কাপ আনতে পেরেছি? প্রতিবারই তো বলতে পারি, তোমরা খেলতে পারো নাই, তোমাদের পেছনে যা খরচ করেছি নিতে থাকি। ফেরত দেও।’
এই আলোচনা থেকেই ভবিষ্যতের সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দেন নাজমুল ইসলাম। পারফরম্যান্স অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা যায় কি না, সে ভাবনা বোর্ডের ভেতরে আলোচনায় আসতে পারে বলে জানান তিনি। তবে সিদ্ধান্ত একার নয়, বোর্ডের সম্মিলিত মতেই হবে বলে উল্লেখ করেন।
এ প্রসঙ্গে নাজমুল বলেন, ‘ভবিষ্যতে এই ধরনের চিন্তা হতে পারে, পারফরম্যান্স বেইজড। আমার একার সিদ্ধান্তে হবে না। বোর্ডের সিদ্ধান্তে হবে। বোর্ড ডিসাইড করবে। আমার পয়েন্ট অব ভিউ হতেই পারে। কথা যেহেতু আসছে, সামনে এমন হতেই পারে। আপনারা সবাই তো এই বিষয়ে সাজেস্ট করছেন। আমি ২৫ জনের একজন, তবে আমিই ২৫ জন না।’










Discussion about this post