ইঙ্গিতটা আগেই মিলেছিল। শেষ পর্যন্ত জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে লোডভিক ডি ক্রুইফকে সরিয়ে দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একইসঙ্গে চাকুরি হারালেন তার সহকারী রেনে কোস্টার।
শনিবার সাইফুল বারী টিটোকে অন্তবর্তীকালীন সময়ের জন্য জাতীয় দলের কোচের দায়িত্ব দিয়েছে বাফুফে।
কোচ ইসুতে শনিবার সভায় বসেছিলেন বাফুফে কর্মকর্তারা। সেখানেই ক্রুইফকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান সভাপতি কাজী সালাউদ্দিন। তাতেই শেষ হল ফুটবলে ক্রুইফ অধ্যায়।
গত বছরের জুনে জাতীয় দলের কোচের দ্বায়িত্ব দেওয়া হয় ক্রুইফকে। এরমধ্যে ডাচ কোচ পাওনা বেতনসহ বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগ করছিলেন। তাতেই বাফুফের সঙ্গে সম্পর্কটা বাজে হয়ে উঠে।
এ অবস্থায় ক্রুইফের পাওনা বেতনের বিষয়টি নিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে। সালাউদ্দিন বললেন- ‘দেখুন দায়িত্ব নেয়ার পর ৭ মাসই ক্রুইফ ছিল তার দেশ নেদারল্যান্ডসে। তাকে আমরা এ পর্যন্ত ১১ মাসের বেতন দিয়েছি। এ অবস্থায় তাকে আমাদের কোন অর্থ দিতে হবে কীনা সেটা ফিফার কাছে আমরা জানতে চাইবো।’
Discussion about this post