ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণ দেশে এখনো চলছে সাধারণ ছুটি। বন্ধ রয়েছে খেলার মাঠও। গৃহবন্ধী ক্রীড়াবিদরা। এ অবস্থায় বিপাকে রয়েছেন নিম্মবিত্ত খেলোয়াড়রা। দুঃসময়ে তাদের পাশে থাকছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সঙ্গে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
এ অবস্থায় ২৩টি ফেডারেশনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ৫০ লাখ ১০ হাজার টাকা দিয়েছে বিসিবি। ১০ হাজার টাকার ৫০১টি চেক সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর হাতে তুলে দেয় মন্ত্রণালয়।
সবচেয়ে বেশি ১০ লাখ টাকা দেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। ৫ লাখ টাকা পেল বাংলাদেশ হকি ফেডারেশন। বাংলাদেশ তায়কোয়ান্দো ৩ লাখ টাকা। ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ, বাংলাদেশ রাগবি ফেডারেশন, বাংদেশ বধির স্পোর্টস ফেডারেশনসহ আরও কিছু ফেডারেশন পেয়েছে সহায়তা।
জাতীয় ক্রীড়া পরিষদে বুধবার ফেডারেশনগুলোর মনোনীত খেলোয়াড়দের হাতে চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, ‘সব ফেডারেশন ও খেলোয়াড়দের আশ্বস্ত করতে চাই, আমাদের মানবিক এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যে খেলোয়াড়দের সহায়তা করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছি। উনারা আমাদের আশ্বস্ত করেছেন। আশা করছি, ঈদের পরে আরও অধিক সংখ্যক খেলোয়াড়কে সহযোগিতা করতে পারব আমরা।’
হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড় ফাহিমা খাতুন চেক হাতে প্রতিক্রিয়ায় জানান, ‘এমন দুঃসময়ে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়েছি এতেই আমরা খুশি। যদিও আমাদের হুইলচেয়ার বাস্কেটবলে মাত্র তিনজন খেলোয়াড় এই অনুদান পেয়েছি। আমাদের আরও খেলোয়াড় রয়েছে ওরা পেলে বেশি খুশি হতাম।’
Discussion about this post