অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্বে এল পরিবর্তন। পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া, আর তার শূন্যস্থান পূরণে নিয়োগ পেয়েছেন আইনবিদ ও লেখক আসিফ নজরুল। ফলে একই মন্ত্রণালয়ে এক আসিফের বিদায় এবং অপর আসিফের আগমন নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরী হয়েছে নতুন আলোচনার সূত্র।
১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং মাহফুজ আলম। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্থলাভিষিক্ত যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তার শুরু থেকেই যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন আসিফ মাহমুদ।
পদত্যাগের পর সেই পদে নতুনভাবে দায়িত্ব পেলেন আসিফ নজরুল। তিনি এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। এবার তার ওপর ন্যস্ত হলো দেশের ক্রীড়া পরিচালনা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
লেখালেখি, রাজনৈতিক বিশ্লেষণ এবং সংবিধান নিয়ে গবেষণায় বহুদিন ধরে পরিচিত মুখ আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে তার অবস্থান দীর্ঘদিনের।









Discussion about this post