ব্যাপারটা যেন আসলেন, দেখলেন এবং জয় করলেন! চট্টগ্রামে টেস্ট অভিষেক। এরপর ঢাকায় ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। বাংলাদেশের বিপক্ষে বুধবার সেই স্মরনীয় ইনিংস খেলে যেমনটা বলছিলেন তিনি, ‘দেখুন, দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি সবসময়ই অসাধারন অনুভূতির জন্ম দেয়। অথচ কী জানেন প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পেতে আমাকে বেশ অপেক্ষা করতে হয়েছে। তবে নিজেকে তৈরি করেছি আমি। এটা ঠিক যে, ভাগ্যের কিছু সহায়তা পেয়েছি আমি।’
উইকেট নিয়ে অ্যান্ডারসন বললেন, ‘একটু স্যাঁতসেঁতে আঠালো ভাব আছে। তবে তাতে ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে না। দুয়েকটি বল হয়তো অস্বাভাবিক আচরণ করছে। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা পিচের চরিত্রের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সেঞ্চুরিয়ান জানালেন তার লক্ষ্যের কথা। হতে চান বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন। তার কথা, ‘ক্যারিয়ারে মাত্রই দ্বিতীয় টেস্ট খেলছি আমি। যখন ক্রিকেট খেলা শুরু করেছিলাম আমার আদর্শ ছিলেন ক্রিস কেয়ার্নস। এখনও তাই। ক্রিস কেয়ার্নসের মতো হতে চাই আমি। ব্যাটে-বলে আমি তার মতোই খেলতে চেয়েছি। মাঝে ইনজুরির কারণে বেশ কিছু সময় হারিয়েছি। অলরাউন্ডার হওয়ার প্রতিজ্ঞা নিয়ে ফিরেছি।’
Discussion about this post