দেশটির ক্রিকেট বেশ দাপটেই এগিয়ে যাচ্ছে। এরইমধ্যে পেয়েছে টেস্ট স্ট্যাটাস। বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে দেশটি। টি-টুয়েন্টি র্যাংঙ্কিংয়ে বাংলাদেশের উপরে অবস্থান। আছে আট নম্বরে। কিন্তু নিজ দেশে খেলার সুযোগ নেই। এখনো ক্রিকেট খেলার মতো নিরাপদ নয় আফগানিস্তান। সেই প্রমাণ আরো একবার দেখা গেল। দেশটির নানগারহর প্রদেশে রমজান কাপ ক্রিকেট টুর্নামেন্টে বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত আরও ৪৫ জন।
পবিত্র রমজান মাস উপলক্ষে স্থানীয় তরুণরা আয়োজনে করে এই টুর্নামেন্ট। শুক্রবার রাতে খেলা চলাকালীন সময়ে এই হামলা হয। কারা এখানে এমন নৃশংশ হামলা চালিয়েছে তা জানা সম্ভব হয়নি।
এক বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, ‘এই হামলা প্রমাণ করে সন্ত্রাসীরা পবিত্র মাসের ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী নয়। ওরা মানবতার শত্রু।’
তারও আগে গত ৯ ফেব্রুয়ারিতে আফগানিস্তানের নানগরহার প্রদেশে এক ক্রিকেট মাঠে নিয়ন্ত্রিত বোমা হামলা চালানো হয়। সেই হামলায় ৩ ক্রিকেটার নিহত আর ছয়জন দর্শক আহত হয়েছিলেন।
Discussion about this post